১২ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
বুধবার | রাত ১১:২৯
নির্বাচনকে কেন্দ্র করে মুন্সিগঞ্জের শান্তিপ্রিয় মানুষকে অশান্তিতে ফেলবেন না- কল্লোল
খবরটি শেয়ার করুন:
7

মুন্সিগঞ্জ, ১৫জানুয়ারি, ২০২১, সদর প্রতিনিধি (আমার বিক্রমপুর)

‘নির্বাচনে সকল প্রার্থী সমানভাবে প্রচারণা চালাবে। কাউন্সিলর পদে একাধিক প্রার্থী থাকতেই পারে। সবার মধ্যে সমানতালে প্রতিযোগিতা হবে। দিনশেষে একজন পাশ করবে, অপরজন মেনে নিবে। এটাই নির্বাচনের সৌন্দর্য। কিন্তু সামান্য নির্বাচনকে কেন্দ্র করে মুন্সিগঞ্জের মানুষের অশান্তি হয় এবং আওয়ামী লীগের কোন বদনাম হয় এরকম কথাবার্তা বা আচরণ সাধারণ মানুষের সাথে করা যাবে না’- এসব কথা বলেছেন মুন্সিগঞ্জ শহর আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মাহতাব উদ্দিন কল্লোল।

আজ শুক্রবার রাতে মুন্সিগঞ্জ পৌরসভার শিলমন্দি এলাকায় মুজিব শতবর্ষ উপলক্ষে শর্ট পিচ ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

কল্লোল বলেন, ‘একটি সুন্দর মুন্সিগঞ্জ দেখতে চাই। যেখানে প্রতিটি সমাজে শান্তি থাকবে। রাজনৈতিক মতানৈক্য থাকতেই পারে, বিশ্বের আধুনিক দেশের মত সেটা হবে অহিংস। বঙ্গবন্ধু কখনোই সহিংস রাজনীতি পছন্দ করতেন না। শেখ হাসিনাও সহিংসতাকে প্রশ্রয় দেন না। আমাদের নতুন প্রজন্ম আধুনিক মনষ্ক। আমাদের মুন্সিগঞ্জের তরুণরা সৃষ্টিশীল, মেধাবি। তাদের মধ্যে দয়া করে উগ্রবাদকে ছড়িয়ে দেবেন না।’

ফাইনাল খেলাটি কিংস অব ইসলামবাগ ও বন্ধু মহল মধ্যকার অনুষ্ঠিত হয়। ৮ ওভারের খেলায় ৪ রানে জয় লাভ করে বন্ধু মহল। খেলা শেষে চ্যাম্পিয়ন দলের মাঝে ফ্রিজ ও রানার্স আপ দলের মাঝে টেলিভিশন পুরস্কার দেয়া হয়।

এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা যুবলীগের সহ সভাপতি মোয়াজ্জেম হোসেন, জাতীয় শ্রমিক লীগ শিল্পায়ন আঞ্চলিক শাখার সভাপতি আবুল কাশেম, স্থানীয় ব্যবসায়ী আলী আব্দুল্লাহ টিংকু, ৪ নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী মাহাবুবুর রহমান সবুজ উপস্থিত ছিলেন।