২১শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ
শুক্রবার | রাত ২:৩৭
না ফেরার দেশে মুন্সিগঞ্জের বীর মুক্তিযোদ্ধা কমান্ডার এম.এ রহিম
খবরটি শেয়ার করুন:

মুন্সিগঞ্জ ১১ নভেম্বর, ২০১৯, সদর প্রতিনিধি (আমার বিক্রমপুর)

একাত্তরের রণাঙ্গনের বীর মুক্তিযোদ্ধা, মুক্তিযুদ্ধে যুদ্ধকালীন কমান্ডার বীর মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুল রহিম (৬৬) রাত ১০.১৫ মিনিটে নিজ বাসভবনে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন। ( ইন্নালিল্লাহির —রাজেউন ) 

মৃত্যুকালে তিনি অসুস্থ স্ত্রী, দুই ছেলে, তিন মেয়ে, বহু নাত-নাতনী ও আত্মীয়-স্বজন এবং সহযোদ্ধাদের রেখে যান।

মরহুম আব্দুল রহিম এর মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। তার পিতা মরহুম জব্বর মাতাব্বর ছিলেন একজন ধর্মপ্রাণ সমাজসেবক।

তার মৃত্যুতে বিভিন্ন সংগঠন এবং বিশিষ্টজন শোক জানিয়েছেন।

মুন্সিগঞ্জ জেলা আওয়ামী লীগ সভাপতি আলহাজ্ব মোঃ মহিউদ্দিন, বাংলাদেশ আওয়ামী লীগের মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক ও মুন্সিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য মৃণাল কান্তি দাস, জেলা মুক্তিযোদ্ধা ইউনিট এর সাবেক কমান্ডার মোঃ আনিছ উজ্জামান, জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আলহাজ্ব শেখ লুৎফর রহমান, জেলা আওয়ামী লীগ যুগ্ম সাধারন সম্পাদক অ্যাড. সোহানা তাহমিনা, জেলা আওয়ামী লীগ সাংগঠনিক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা কামাল উদ্দিন আহাম্মেদ, মিরকাদিম পৌর মুক্তিযোদ্ধা কমান্ডার খোন্দকার দেলোয়ার হোসেন মিলন, বীর মুক্তিযোদ্ধা আলি আকবর মিলন, বীর মুক্তিযোদ্ধা লিয়াকত আলী, বীর মুক্তিযোদ্ধা এ টি এম দেলোয়ার হোসেন সহ প্রমুখ শোক প্রকাশ করেছেন।

তারা বলেন, কমান্ডার আব্দুল রহিম ছিলেন একজন ভাল মনের মানুষ, তার মধ্যে কোন হিংসা অহংকার ছিল না, সবার সাথে আন্তরিকতার সাথে চলাফেরা করতো। আমরা আশা করবো আমাদের স্বাধীনতা অর্জনে এই বীর মুক্তিযোদ্ধার অবদান চিরদিন শ্রদ্ধার সাথে স্মরণ করা হবে।

error: দুঃখিত!