মুন্সিগঞ্জ, ৪ এপ্রিল, ২০২১, গজারিয়া প্রতিনিধি (আমার বিক্রমপুর)
নারায়ণগঞ্জের সোনারগায়ের একটি রিসোর্টে হেফাজত নেতা মামুনুল হক কে স্থানীয় আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগের নেতাকর্মীরা আটক করেছেন এমন খবরে মুন্সিগঞ্জের গজারিয়ায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের জামালদী বাসষ্ট্যান্ড এলাকায় সহিংস আগুন জ্বালিয়ে বেশ কয়েকটি যানবাহন সহ দোকানঘর ভাংচুর ও মহাসড়ক অবরোধ করে মামুনুল হকের অনুসারী হেফাজত নেতা-কর্মীরা।
গতকাল (৩ এপ্রিল) রাত ১০টার দিকে মুন্সিগঞ্জের গজারিয়ার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের জামালদী বাসষ্ট্যান্ড এলাকায় এই তান্ডব চালায় হেফাজত নেতা-কর্মীরা।
এ বিষয়ে গজারিয়া থানার ওসি (অপারেশন) মোক্তার হোসেন বলেন, নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ের একটি রিসোর্টে হেফাজতে ইসলাম বাংলাদেশ এর যুগ্ম-মহাসচিব মামুনুল হককে নারী সহ অবরুদ্ধের ঘটনায় মুন্সিগঞ্জের গজারিয়ায় সক্রিয় হেফাজতে ইসলামের কর্মিরা সামাজিক যোগাযোগ মাধ্যমে সংযুক্ত হয়ে সোনারগাঁও বিক্ষোভ যাত্রায় উদ্দ্যেশে ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের জামালদী বাসষ্ট্যান্ড এলাকায় জড়ো হতে শুরু করে। এক পর্যায়ে তারা বিক্ষোভ মিছিল ও ভাংচুর শুরু করে। সোনারগাঁও মুখি যাত্রাকালে পুলিশ তাদের ছত্রভঙ্গ করে দেয়।