২৩শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ
রবিবার | রাত ৩:২৭
নারী নির্যাতনের প্রতিবাদে মুন্সিগঞ্জে ‘সচেতন আলেম সমাজে’র মানববন্ধন
খবরটি শেয়ার করুন:

মুন্সিগঞ্জ, ৫ অক্টোবর, ২০২০, সদর প্রতিনিধি (আমার বিক্রমপুর)

নারীর প্রতি অব্যাহত সহিংসতা ও নির্যাতনের প্রতিবাদে ‘সচেতন আলেম সমাজ’ এর ব্যানারে মুন্সিগঞ্জে মানববন্ধন কর্মসূচি পালন করেছে বিভিন্ন ইসলামিক সংগঠনের নেতা-কর্মী ও মুন্সিগঞ্জের বিভিন্ন কওমী মাদ্রাসার শিক্ষার্থীরা।

সোমবার (৫ অক্টোবর) মুন্সিগঞ্জ কেন্দ্রীয় শহীদ মিনার এর সামনে এই মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়।

এতে সভাপতিত্ব করেন খতমে নবুওয়ত আন্দোলন বাংলাদেশ এর সভাপতি মুফতি নূর হোসাইন নূরানী।

এসময় মুফতি নূরানী তার বক্তৃতায় বলেন, ধর্ষণ ও খুন রাহাজানি বন্ধে ইসলামী আইন বাস্তবায়নের বিকল্প নেই।

মানববন্ধনের আগে এক সমাবেশে বক্তব্য রাখেন, জেলা হেফাজতে ইসলামের নেতা মাওলানা সিদ্দিকুর রহমান, ঈমান-আকিদা সংরক্ষণ কমিটির নেতা মুফতি মুশফিকুর রহমান, মাওলানা সাদেক আল আমিন, যুবনেতা মাওলানা আমিনুল ইসলাম আমিনী ও ছাত্রনেতা মুহাম্মদ রুহুল আমিন প্রমুখ।

error: দুঃখিত!