মুন্সিগঞ্জ, ৪ জানুয়ারি, ২০২১, সদর প্রতিনিধি (আমার বিক্রমপুর)
দিনভর নানা কর্মসূচির মধ্য দিয়ে প্রতিষ্ঠাবার্ষিকী পালন করেছে মুন্সিগঞ্জ জেলা ছাত্রলীগ।
আজ সোমবার (৪ জানুয়ারি) সন্ধ্যায় জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ফয়েজ আহমেদ পাভেলের নেতৃত্বে মুন্সিগঞ্জ সদরের পঞ্চসারের পেট্টোলপাম্প এলাকায় দোয়া মাহফিল, কেক কাটা, ফানুশ উড়ানো ও আতশবাজির মধ্য দিয়ে বাংলাদেশ ছাত্রলীগের ৭৩ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়।
এর আগে বিকেলে জেলা ছাত্রলীগের সভাপতি ফয়সাল মৃধার নেতৃত্বে মুন্সিগঞ্জ শহরে র্যালী, আলোচনা সভা ও কেক কাটা অনুষ্ঠান পালন করা হয়।
কেক কাটেন, মুন্সিগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি মহিউদ্দিন আহমেদ ও মুন্সিগঞ্জ পৌরসভার মেয়র ফয়সাল বিপ্লব।