২৩শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ
রবিবার | রাত ৪:২৭
নব্য অাওয়ামীলীগার গোলাম মোস্তফার ব্যানারে ‘স্বাধীনতা’ ও ‘বঙ্গবন্ধু’ বানানে ভুল
খবরটি শেয়ার করুন:

হত্যা, সন্ত্রাস, লুট, অস্র মামলা সহ প্রায় ১১মামলার অাসামী, সাবেক বিএনপি নেতা পঞ্চসারের ইউপি চেয়ারম্যান গোলাম মোস্তফার ব্যানারে স্বাধীনতাকে লেখা হয়েছে ‘স্বাধিনতা’ অার বঙ্গবন্ধুকে লেখা হয়েছে বঙ্গ বন্ধু।

শুধু তাই নয়, ব্যানারে ব্যাবহার করা হয়েছে রাজু ভাস্কর্যের ছবি। যার সাথে মহান স্বাধীনতা যুদ্ধের কোন সংযোগ নেই। রাজুর ঘটনা ১৯৯২সালের। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীক।

গোলাম মোস্তফার এই কাজ দেখে ক্ষেপেছেন স্থানীয় অাওয়ামীলীগের নেতাকর্মীরা। তারা ক্ষোভ প্রকাশ করেছেন গণমাধ্যমের কাছে।

সূত্র জানায়, সদর উপজেলার সিপাহীপাড়া চৌরাস্তায় গোলাম মোস্তফার পক্ষ থেকে জেলা পরিষদের মালিকানাধীন জায়গায় অাজ এই ব্যানারটি লাগায় গোলাম মোস্তফার লোকজন। এরপরেই এতে চোখ পরে সাধারণ মানুষ থেকে শুরু করে অাওয়ামীলীগ নেতাকর্মীদের। বিষয়টি নিয়ে বিরুপ মন্তব্য করতে দেখা যায় স্কুলগামী শিশু-কিশোরদেরও।

রামপাল এনবিএম উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণীর শিক্ষার্থী ইমরান অাহমেদ (১৭) ‘অামার বিক্রমপুর’ কে বলেন, ‘এত বড় একটা বিলবোর্ড অার এটাতে এত সহজ ও প্রচলিত দুটি শব্দ ভুল।’

মুন্সিগঞ্জ জেলা ছাত্রলীগের সাবেক একজন নেতা ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও জননেত্রী শেখ হাসিনার চেয়ে এবং অাওয়ামীলীগের চেয়েও যারা নিজেকে বড় করে দেখে তাদের এই অবস্থাই হয়।’

error: দুঃখিত!