মুন্সিগঞ্জ, ২৬ সেপ্টেম্বর, ২০২০, সদর প্রতিনিধি (আমার বিক্রমপুর)
মুন্সিগঞ্জ সদর উপজেলার মোল্লাকান্দি ইউনিয়নের চৈতারচর গ্রামের রজতরেখা শাখা নদীর আকষ্মিক ভাঙ্গণে ক্ষতিগ্রস্থদের পাশে দাড়িয়েছেন মুন্সিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য মৃণাল কান্তি দাস।
শুক্রবার (২৬ সেপ্টেম্বর) বিকেলে ভাঙ্গণ এলাকা সরেজমিনে পরিদর্শণ করে নিজস্ব তহবিল থেকে ৫০ টি পরিবারের মাঝে ২৫ কেজি করে আড়াই টন চাউল বিতরণ করেন মুন্সিগঞ্জ ৩ আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ আওয়ামী লীগের মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট মৃণাল কান্তি দাস।
এসময় নদী ভাঙ্গণে ক্ষতিগ্রস্থ দুইটি পরিবারকে বাড়ী করে দেওয়ার প্রতিশ্রুতি জানান তিনি।
এর আগে বৃহস্পতিবার সকালে আকষ্মিক ভাঙ্গণে ২ টি বাড়ীঘর মুহূর্তে বিলীন হয়ে যায়। খবর পেয়ে শুক্রবার ঘটনাস্থল সরেজমিনে পরিদর্শন শেষে এ ত্রাণ বিতরণ করেন এমপি মৃণাল কান্তি দাস।
এসময় তিনি বলেন, যে কোনো দূর্যোগে আমার নির্বাচনী এলাকার মানুষের পাশে আছি। মোল্লাকান্দি ইউনিয়নের চৈতারচর গ্রামের এই নদী ভাঙ্গণে ক্ষতিগ্রস্থ পরিবারকে সব ধরনের সহযোগিতা করা হবে। ভাঙ্গণে যে ২ টি ঘরবাড়ি নদীগর্ভে বিলীন হয়েছে সেই ঘরবাড়ী করে দেওয়ার জন্য আর্থিক সহযোগিতা করা হবে।
এসময় উপস্থিত ছিলেন, মোল্লাকান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মহসিনা হক কল্পনা, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ফরহাদ খাঁ, কেন্দ্রীয় ছাত্রলীগের উপ-আইন বিষয়ক সম্পাদক আপন দাস, মহিলা নেত্রী জেসমিন আক্তার জুই, আওয়ামী লীগ নেতা মোক্তার মাদবর, সদর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক খায়রুল ইসলাম পলাশ, প্রমুখ।