মুন্সিগঞ্জ, ২০ আগস্ট, ২০২১, সদর প্রতিনিধি (আমার বিক্রমপুর)
মুন্সিগঞ্জ সদর উপজেলার শিলই ইউনিয়নের শিলই গ্রাম ও পাশ্ববর্তী বাংলাবাজার এলাকার সরকারকান্দি এলাকার নদী ভাঙন পরিস্থিতি পরিদর্শন করেছেন মুন্সিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য ও কেন্দ্রীয় আওয়ামী লীগের মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট মৃণাল কান্তি দাস।
গতকাল বৃহস্পতিবার (১৯ আগস্ট) বিকাল ৫টা’র দিকে তিনি এ পরিদর্শনে যান।
এসময় তিনি নদীভাঙনের শিকার সাধারণ মানুষের পাশে দাড়ানোর ঘোষণা দেন এবং আগামী বর্ষা মৌসুমের আগে এই এলাকায় স্থায়ী বাঁধ নির্মানের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি আহবান জানান।
এছাড়া নদীভাঙনে ক্ষতিগ্রস্থ মানুষের পাশে দাড়াতে পানি সম্পদ প্রতিমন্ত্রী, ত্রাণ ও দুর্যোগ প্রতিমন্ত্রী সহ সংশ্লিষ্ট সকল কতৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেন।
এসময় আরও উপস্থিত ছিলেন, জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি সমর দাস, মুন্সিগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আল মাহমুদ বাবু, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি অ্যাডভোকেট গোলাম মাওলা তপন, , ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির আইন বিষয়ক উপ সম্পাদক আপন দাস, জাতীয় শ্রমিক লীগ শিল্পায়ন আঞ্চলিক শাখার সভাপতি আবুল কাশেম, ইউপি সদস্য সালাহ্ উদ্দিন, দ্বীন ইসলাম, কমর উদ্দিন কমল প্রমুখ।