মুন্সিগঞ্জ, ১১ সেপ্টেম্বর, ২০২০, লৌহজং প্রতিনিধি (আমার বিক্রমপুর)
মুন্সিগঞ্জে একদিনের মাথায় নদী থেকে আরেক বৃদ্ধের লাশ উদ্ধার করা হয়েছে।
এর আগে গতকাল মুন্সিগঞ্জ শহরের উত্তর ইসলামপুর ফরাজিবাড়ী ঘাট এলাকার কালীদাস সাগর নদীতে নির্মিত কাঠের পুলের নিচে নদীতে ভাসমান অবস্থায় শাহ আলম ফরাজি (৫৫) নামের এক ব্যক্তির মরদেহ উদ্ধার করে মুন্সিগঞ্জ সদর থানা পুলিশ।
বিস্তারিত পড়তে পারেন: মুন্সিগঞ্জে নদী থেকে লাশ উদ্ধার
জানা যায়, মুন্সিগঞ্জের লৌহজং উপজেলার গাওঁদিয়া গ্রামে পদ্মা নদীর শাখা থেকে অজ্ঞাত পরিচয় (৬৫) এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে নৌ-পুলিশ।
বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) দুপুর ১টার দিকে মরদেহটি উদ্ধার করা হয়।
মাওয়া নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. সিরাজুল কবীর জানান, স্থানীয়দের কাছে খবর পেয়ে পুলিশ গিয়ে নদী থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়।
তিনি আরও জানান, মরদেহের নাক দিয়ে রক্ত পড়ার দাগ ছিল। এছাড়া শরীরের কোথাও আঘাতের চিহ্ন পাওয়া যায়নি।
ধারণা করা হচ্ছে, দুই-একদিনের মধ্যে ব্রেইন স্ট্রোক করে নৌযান থেকে নদীতে পড়ে তার মৃত্যু হয়েছে।