২৯শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ
মঙ্গলবার | রাত ১১:২৭
‘নতুন বাজার এবং বিনিয়োগ ক্ষেত্র খুঁজে বের করতে হবে’- মৃণাল কান্তি দাস
খবরটি শেয়ার করুন:

মুন্সিগঞ্জ, ৭ নভেম্বর, ২০২১, সদর প্রতিনিধি (আমার বিক্রমপুর)

‘একতা ও সততা সমবায়ের মূলকথা। সমবায়ে গড়বো দেশ, স্বনির্ভর হবে বাংলাদেশ। সমবায় একটি দর্শন। সমবায় সামাজিক ও অর্থনৈতিক উন্নয়নের একটি কৌশল। নতুন বাজার এবং বিনিয়োগ ক্ষেত্র খুঁজে বের করতে হবে।’- এসব কথা বলেছেন মুন্সিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ আওয়ামী লীগের মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট মৃণাল কান্তি দাস।

গতকাল শনিবার (৬ নভেম্বর) ৫০ তম জাতীয় সমবায় দিবস উপলক্ষে মুন্সিগঞ্জ জেলা প্রশাসন আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) নোমান হোসেনের সভাপতিত্বে এসময় আরও উপস্থিত ছিলেন, সহকারি পুলিশ সুপার (ট্রাফিক) রাসেল মনির, জেলা সমবায় অফিসার আবু জাফর মিয়া প্রমুখ।

error: দুঃখিত!