২৪শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
শুক্রবার | রাত ৯:৩৬
দেখে নিন মুন্সিগঞ্জ পৌরসভা নির্বাচনে কোন প্রার্থী কি মার্কা পেলেন
খবরটি শেয়ার করুন:

মুন্সিগঞ্জ, ১১ জানুয়ারি, ২০২১, ডেস্ক রিপোর্ট (আমার বিক্রমপুর)ৎ

আসন্ন মুন্সিগঞ্জ পৌরসভা নির্বাচনে প্রতিদ্বন্দী প্রার্থীদের মধ্যে আজ নির্বচনী প্রতীক বরাদ্দ দিয়েছে জেলা নির্বাচন অফিসার।

আজ সোমবার (১১ জানুয়ারি) নির্বাচনে অংশগ্রহণকারী প্রার্থীদের মধ্যে এই প্রতীক বরাদ্দ দেয়া হয়।

তৃতীয় দফায় মুুন্সিগঞ্জ পৌরসভায় আগামী ৩০ জানুয়ারি ভোটগ্রহণ করা হবে। মুন্সিগঞ্জ পৌরসভার ৯টি ওয়ার্ডে এবারের নির্বাচনে ২৫টি কেন্দ্রে ১৫০টি বুথে ব্যালটপেপার পদ্ধতিতে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

মুন্সিগঞ্জ পৌরসভা নির্বাচন-২০২১ এ ৫৩ হাজার ৩শ’৭৪ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। এ নির্বাচনে ২৫টি ভোট কেন্দ্রে ২৫জন প্রিজাইডিং অফিসার ও তাদের সহযোগিতায় ১৫০জন সহকারী প্রিজাইডিং অফিসার ও ৩০০ জন পোলিং অফিসার কাজ করবেন।

জেলা রিটানিং অফিসার আরিফুল হক ‘আমার বিক্রমপুর’ কে এসব তথ্য নিশ্চিত করছেন।

মেয়র পদে কে কোন মার্কা পেয়েছেন

মুন্সিগঞ্জ পৌরসভা নির্বাচনে মেয়র পদে ৫জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এরা হলেন, বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত ফয়সাল বিপ্লব। তার প্রতীক ‘নৌকা’।

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি মনোনীত মুন্সিগঞ্জ শহর বিএনপি’র সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম। তার প্রতীক ‘ধানের শীষ’।

মেয়র পদে ইসলামী আন্দোলন বাংলাদেশ (চরমোনাই)’র প্রার্থী আ: রাজ্জাক হোসেন। তার প্রতীক ‘হাত পাখা’।

স্বতন্ত্র মেয়র প্রার্থী বীর মুক্তিযোদ্ধা এম এ কাদের মোল্লার প্রতীক ‘মোবাইল ফোন’ এবং আরেক স্বতন্ত্র প্রার্থী সাবেক মেয়র এডভোকেট মুজিবুর রহমানের প্রতীক ‘নারকেল গাছ’।

মহিলা কাউন্সিলর প্রার্থী কে কোন মার্কা পেয়েছেন

সংরক্ষিত মহিলা ওয়ার্ড ১, ২ ও ৩ নং-এ প্রার্থী তিনজন। তারা হচ্ছেন বর্তমান কাউন্সিলর নার্গিস আক্তার। তার প্রতীক ‘আনারস’। এড. নাজমা আক্তার নীরার প্রতীক ‘চশমা’ ও হুমায়রা আক্তার রিমা পেয়েছেন অটোরিক্সা ‘প্রতীক’।

সংরক্ষিত মহিলা ওয়ার্ড ৪, ৫ ও ৬ নং-এ প্রার্থী হয়েছেন দুইজন। বর্তমান কাউন্সিলর হোসনে আরার প্রতীক ‘অটোরিক্সা’ ও পারভিন আক্তারের প্রতীক ‘আনারস’।

সংরক্ষিত মহিলা ওয়ার্ড ৭, ৮ ও ৯ নং-এ প্রার্থী চারজন। এর মধ্যে নাসিমা আক্তার সিমার প্রতীক ‘অটোরিক্সা’। পাখি বেগমের প্রতীক ‘টেলিফোন’। রুমা বেগমের প্রতীক ‘জবা ফুল’। এবং সেলিনা বেগম পেয়েছেন ‘আনারস’ প্রতীক।

সাধারণ কাউন্সিলর প্রার্থীরা কে কোন প্রতীক পেয়েছেন

১ নং ওয়ার্ডে প্রার্থী হয়েছেন আটজন। এর মধ্যে মো. খায়রুল ইসলামের প্রতীক ‘উটপাখি’। এড. মো. নাহিদ হাসানের প্রতীক ‘ব্ল্যাক বোর্ড’। বর্তমান কাউন্সিলর ফরহাদ হোসেন আবিরের প্রতীক ‘পানির বোতল’। মজিবুর রহমান খোকার প্রতীক ‘গাজর’। মো. মনির হোসেনের প্রতীক ‘টেবিল ল্যাম্প’। মো. মিরাজুল ইসলামের প্রতীক ‘পাঞ্জাবী’। এবং হিরন পেয়েছেন ডালিম প্রতীক।

২ নং ওয়ার্ডে প্রার্থী হয়েছেন সাতজন। এর মধ্যে হুমায়ুন কবির পেয়েছেন ‘ব্রীজ’ প্রতীক। আবু জাফর মো. সাইফুল বিন সামাদ শুভ্র পেয়েছেন ‘ব্ল্যাক বোর্ড’। বর্তমান কাউন্সিলর আব্দুল মান্নান দর্পণের প্রতীক ‘উটপাখি’। এস.এম. মশিউর রহমান ববির প্রতীক ‘ডালিম’। এস.এম. আরিফ এর প্রতীক ‘টেবিল ল্যাম্প।’ মোহাম্মদ মাহাবুব আলম বাবুর প্রতীক ‘পাঞ্জাবী’। সোহেল রানা রানুর প্রতীক ‘পানির বোতল’।

৩ নং ওয়ার্ডে বর্তমান কাউন্সিলর মো. মকবুল হোসেনের প্রতীক ডালিম ও আব্দুল্লাহ আল মামুনের প্রতীক ‘উটপাখি’।

৪ নং ওয়ার্ডে প্রার্থী হয়েছেন চারজন। বর্তমান কাউন্সিলর আনোয়ার হোসেন প্রতীক পেয়েছেন ‘ব্ল্যাক বোর্ড’। এডভোকেট মাহবুবুর রশীদ সবুজ পেয়েছেন ‘টেবিল ল্যাম্প’ প্রতীক। মিলন হাওলাদারের প্রতীক ‘ডালিম’। মো. আলী আকবর চায়নার প্রতীক ‘উটপাখি’।

৫নং ওয়ার্ডে প্রার্থী হয়েছেন তিনজন। এর মধ্যে বর্তমান কাউন্সিলর মতিউর রহমান স্বপন পেয়েছেন ‘পাঞ্জাবী’ প্রতীক। দীন ইসলাম পেয়েছেন ‘ব্ল্যাক বোর্ড’ ও মো. মনির হোসেন পেয়েছেন ‘উটপাখি’ প্রতীক।

৬নং ওয়ার্ডে প্রার্থী হয়েছেন পাঁচজন। এর মধ্যে বর্তমান কাউন্সিলর মো. আওলাদ হোসেন পেয়েছেন ডালিম প্রতীক। আবু সাত্তার মুন্সী পেয়েছেন ‘টেবিল ল্যাম্প’। গাজী মশিউর রহমান এর প্রতীক ‘উটপাখি’। পান্নু গাজীর প্রতীক ‘পাঞ্জাবী’। মো. শহীদুল ইসলাম (লিটন) এর প্রতীক ‘ব্ল্যাক বোর্ড’।

৭নং ওয়ার্ডে প্রার্থী হয়েছেন সাতজন। বর্তমান কাউন্সিলর সুলতান বেপারী পেয়েছেন ‘ব্রীজ’ প্রতীক। আবু সুফিয়ান পেয়েছেন ‘ব্ল্যাক বোর্ড’। মো. আওলাদ হোসেন এর প্রতীক ‘ডালিম’। মো. স্বপন এর প্রতীক ‘উটপাখি।’ মো. আফজাল হক এর প্রতীক ‘পাঞ্জাবী’। শফিকুল হাসান তুষার এর প্রতীক ‘পানির বোতল’। রাজিব হোসেন বাবু পেয়েছেন ‘টেবিল ল্যাম্প’ প্রতীক।

৮নং ওয়ার্ডে প্রার্থী হয়েছেন তিনজন। বর্তমান কাউন্সিলর মো. আওলাদ হোসেন পেয়েছেন ‘উটপাখি’ প্রতীখ। মোস্তফা হাবিবে আলম এর প্রতীক ‘পাঞ্জাবী’। মো. জুনায়েদ মিয়া পেয়েছেন ডালিম প্রতীক।

৯নং ওয়ার্ডে প্রার্থী হয়েছেন দুইজন। বর্তমান কাউন্সিলর হাজি মো. জাকির হোসেন পেয়েছেন ‘পাঞ্জাবী’। মো. সাজ্জাত হোসেন সাগর গাজী পেয়েছেন ‘উটপাখি’ প্রতীক।

error: দুঃখিত!