৮ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
শনিবার | সন্ধ্যা ৭:০৫
দুবাই ফেরত প্রবাসী রবিউলের মানবেতর জীবনযাপন
খবরটি শেয়ার করুন:

মুন্সিগঞ্জ, ৬ নভেম্বর, ২০২০, শিহাব আহমেদ (আমার বিক্রমপুর)

মুন্সিগঞ্জ সদর উপজেলার পঞ্চসার ইউনিয়নের আদারিয়াতলা এলাকার দুবাই ফেরত প্রবাসী রবিউল (৪০) পঙ্গু হয়ে দেশে ফেরৎ এসে মানবেতর জীবনযাপন করছেন।

অসহায়-নিরুপায় প্রবাসী রবিউল এর সাথে তার বাসায় কথা হয় শুক্রবার।

রবিউল জানান, ‘৭ বছর বয়সে আমার বাবা মারা যান। অন্য ভাইবোনের বিয়ে হয়ে যাওয়াতে সংসারের পুরো দায়িত্ব আমার উপর এসে পড়ে। তাই ধার-দেনা করে ৩ লক্ষ ৫০ হাজার টাকা খরচ করে স্থানীয় দালালের মাধ্যমে ২০১২ সালের ২৭ জুলাই দুবাই যাই। কিন্তু সেখানে কোম্পানি ঠিকমতো বেতন দিতো না।’

তিনি আরও বলেন, ‘কোম্পানি নিয়মিত বেতন না দেয়ায় আমি অনেক সমস্যায় পরি। কিন্তু তারপরও অনিশ্চিত ভবিষৎয়ের কথা ভেবে আমি কাজ করে যাচ্ছিলাম।’

রবিউল বলেন, ‘২০১৯ সালের নভেম্বরে একদিন এক হাসপাতালে কাজ করতে গিয়ে আমি এক তলা বিল্ডিং থেকে পড়ে যাই এবং মারাত্মকভাবে আহত হই। আমার কোমড়ের পেছনের অংশের হাড় ভেঙে যায় ও মাংসগুলো থেতলে যায়। দূর্ঘটনার পর দুবাইয়ের একটি হাসপাতালে ২ মাস ১৯ দিন চিকিৎসা নেই। কিন্তু কিছুতেই আমার অবস্থার উন্নতি হচ্ছিলোনা। উল্টো আমার কোমরের পেছনের অংশগুলোর মাংসতে ইনেফেকশন শুরু হয়।’

রবিউল জানান, চলতি বছরের ২৫ ফেব্রুয়ারি তাকে দেশে ফেরৎ পাঠানো হয়। দেশে আসার পর তিনি আসগর আলী হাসপাতাল ও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে তিনি কয়েক দফায় চিকিৎসা নেন। এরপরও তার অবস্থার উন্নতি হয়নি। বর্তমানে রবিউল চলাচলে অক্ষম অবস্থায় মানবেতর জীবনযাপন করছেন।

রবিউলকে কেউ ব্যক্তিগতভাবে সাহায্য করতে চাইলে যোগাযোগ করতে পারেন- 01890943944

রবিউলের বর্তমান অবস্থা নিয়ে সাহায্যের জন্য যোগাযোগ করা হয় বিদেশ ফেরৎ প্রবাসীদের সহায়তায় কাজ করা বেসরকারী উন্নয়ন সংস্থা অভিবাসী কর্মী উন্নয়ন প্রোগ্রাম- ওকাপের সাথে।

ওকাপ মুন্সিগঞ্জ ফিল্ড অফিসের মাঠ কর্মকর্তা ইউজিন ম্রং ‘আমার বিক্রমপুর’ কে জানান, তারা সরেজমিনে পরিদর্শন করে তাদের সংগঠনের পক্ষ থেকে যথাসম্ভব সহযোগীতা প্রদান করবেন। তিনি আরও জানান, সরকারের পক্ষ থেকে বিদেশ ফেরৎ অসুস্থ কর্মীদের জন্য যে সহায়তা প্রদান করা হয় সেটা পেতে ওকাপ মুন্সিগঞ্জ জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসের মাধ্যমে ওয়েজ আনার্স কল্যান বোর্ড বরাবর আবেদন করে দিবে যাতে তারা সঠিকভাবে সহায়তা পেতে পারে।

মুন্সিগঞ্জ জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসের সহকারী পরিচালক রফিকুল ইসলাম জানান, যথাযথ তথ্য-প্রমাণ সহ আবেদন করলে সরকার প্রদত্ত আর্থিক সহায়তা অবশ্যই তিনি যথাসময়ে পাবেন। তার বর্তমান অবস্থা বিবেচনায় আমার গুরুত্বের সাথে তার ফাইলটি দেখছি।

error: দুঃখিত!