১৬ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
বৃহস্পতিবার | বিকাল ৫:১৩
‘দীর্ঘ রাজনৈতিক জীবনে কখনো বঙ্গবন্ধুর আদর্শের কথা বলে ব্যক্তিগত সুবিধা নেই নাই’ – কল্লোল
খবরটি শেয়ার করুন:

মুন্সিগঞ্জ, ১৫ আগষ্ট, ২০২০, সদর প্রতিনিধি (আমার বিক্রমপুর)

‘দীর্ঘ রাজনৈতিক জীবনে অনেক কিছু হারিয়েছি, হামলা-মামলার স্বীকার হয়েছি, বাড়ি-ঘর লুট হয়েছে। আমার বাসায় আওয়ামী লীগের অগণিত নেতাকর্মীরা আশ্রয়ে ছিলো। তাদের পরম যত্নে লালন করেছি কিন্তু কখনোই অহংকার-অহমিকা বা হিংসা করেও বঙ্গবন্ধুর আদর্শের কথা বলে ব্যক্তিগত কোন সুবিধা গ্রহণ করি নাই’- এসব কথা বলেছেন মুন্সিগঞ্জ শহর আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক এস এম মাহতাব উদ্দিন কল্লোল।

আজ শনিবার (১৫ আগস্ট) জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে পঞ্চসারের বনিক্যপাড়া এলাকায় মিলাদ ও দোয়া মাহফিলে অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, ‘৭৫ এর পর অনেকে রাতারাতি বিভিন্ন সুযোগ গ্রহণ করেছে। কেউ জিয়ার কাছ থেকে, কেউ এরশাদের কাছ থেকে। আর আমরা মুন্সিগঞ্জে ৭৫ পরবর্তী সময়ে কাজ করেছি আওয়ামী লীগকে সুসংগঠিত করতে। কারন আমাদের ভাবনা ছিলো আমাদের দেশপ্রেম, আমাদের আদর্শ আমাদের জীবনের কাছেও তুচ্ছ, নগণ্য।’

সাবেক ছাত্রনেতা কল্লোল আরও বলেন, ‘নতুন প্রজন্ম সৃষ্টিশীল ও সৃজনশীল মনোভাবাপন্ন। তাদের মধ্যে যাতে বঙ্গবন্ধুর আদর্শ ও চেতনা আরও বিস্তৃত হয় সেজন্য আমাদের আরও জোর দিয়ে কাজ করতে হবে।’

উক্ত দোয়া মাহফিলে বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের সকলের আত্মার মাগফিরাত কামনায় মিলাদ ও দোয়া শেষে দুস্থদের মাঝে খাবার বিতরণ করা হয়।

error: দুঃখিত!