১১ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
মঙ্গলবার | রাত ৮:৩৩
দীর্ঘদিনের অসুস্থতায় নিঃস্ব পরিবার, মানবিক সাহায্যের আবেদন
খবরটি শেয়ার করুন:

মুন্সিগঞ্জ, ৯ জানুয়ারি, ২০২১, জাহাঙ্গীর আলম চমক (আমার বিক্রমপুর)

মানুষ মানুষের জন্য। এ উক্তিটাকে মনে ধারণ করে মানুষের পাশে দাড়ান, প্রতিবেশীদের বিপদে সাহায্যে হাত বাড়ান মনির হোসেন। এক ছেলে এক মেয়ের জনক তিনি।

ছেলে-মেয়ে স্ত্রীকে নিয়ে তাঁর ছিল সুখের সংসার। বেশ কিছুদিন ধরে এখন আর সে মানুষের বিপদে পাশ দাড়াতে পারছেন না। কেনো না সে এখন নিজেই বিপদাগস্থ।

৫ বছর আগে ধরা পরে লান্সের জটিল সমস্যা। সে থেকেই চিকিৎসা চালাচ্ছেন তার পরিবার। দীর্ঘদিন ধরে অসুস্থতার সাথে লড়তে লড়তে একটি সচ্ছল মধ্যবিত্ত পরিবার আজ নিঃস্ব।

যে মানুষটি একসময় বিভিন্ন মানুষের বিপদে আপদে সবার আগে সাহায্যের হাত বাড়াতেন, তাঁর চিকিৎসা ব্যয় ও সংসার চলে এখন অন্যের সাহায্য সহযোগিতায়।

মুন্সিগঞ্জের সিরাজদিখান উপজেলার কোলা গ্রামে করিম শেখের ছেলে মনির হোসেনের শরীরে দীর্ঘ দিন ধরে বাসা বেঁধে আছে বিভিন্ন জটিল ব্যয়বহুল রোগ। দীর্ঘ ৫ বছর যাবত এর চিকিৎসা চালিয়ে যাচ্ছে পরিবারটি। তিনিই ছিলেন পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি। অসুস্থতার কারণে দীর্ঘদিন ধরে বেকার থাকায় এখন তাঁকে কোন রকম ভাবে দিনাতিপাত করতে হচ্ছে। ব্যয়বহুল চিকিৎসা ও প্রতিদিনের ১ হাজার টাকার মত ঔষধের ব্যয় বহন করা সম্ভব হচ্ছে না। তার উপর আরো বিভিন্ন জটিল রোগে সে এখন আক্রান্ত। বিভিন্ন রোগের পরীক্ষা আর হাসপাতালে ছুটতে ছুটতে তাঁর পরিবার এখন ক্লান্ত। তবুও তাঁর পরিবার স্বপ্ন দেখে মনিরকে সুস্থ করে ঘরে ফেরার।

তাই সমাজের সকল বিত্তবান ব্যক্তি ও বিভিন্ন সামাজিক সংগঠনের কাছে সাহায্যের আবেদন করেন।

মনির হোসেনের স্ত্রী বলেন, একসময়ে আমাদের টাকা পয়সা ভাল ছিল, আমার স্বামীর অসুস্থতায় এখন আমরা নিঃস্ব হয়ে গেছি। সবই আল্লাহ্ এর পরীক্ষা। ৫ বছর ধরে জায়গা জমি সম্পদ যা ছিল বেঁচে বেঁচে চিকিৎসা করছি। ছেলে ও মেয়েকে লেখা পড়া করাইছি। এখন আমি সহায় সম্বলহীন, কোন আয় রোজগার নাই, স্বামীর চিকিৎসাও করতে হচ্ছে, সংসার ও চালাইতে হচ্ছে। যত কষ্টই হোক স্বামীর চিকিৎসা চালিয়ে যাব যতদিন পারি।

আপনারা যারা ভাল আছেন তাঁদের কাছে মিনতি আমি বাধ্য হয়ে আপনাদের কাছে সাহায্য চাই। আমার স্বামীর জীবন বাঁচাতে আপনারা সাহায্য করবেন।

error: দুঃখিত!