ডেস্ক রিপোর্টঃ সদরের বিনোদপুরে ছাত্রী অপহরণের দায়ে অভিযুক্ত ছাত্রলীগ থেকে সাময়িক বহিস্কৃত দুই সাবেক ছাত্রলীগ নেতা শাহবাজ মোল্লা অাশিক (২৭) ও ইকরাম হোসেন তূর্য (২৬) কে হন্য হয়ে খুজছে মুন্সিগঞ্জ সদর থানা পুলিশ।
পুলিশের ভাষ্য, ঐ দুই বখাটেকে খুজে পাওয়া যাচ্ছে না।
অপরদিকে ভুক্তভোগী কলেজ ছাত্রী’র বড় ভাই কলেজ শিক্ষক মিজানুর রহমান ‘অামার বিক্রমপুর ডট কম’ কে বলেছেন-‘ঘটনার ১১ দিন পরেও পুলিশ বখাটেদের গ্রেফতারে কানামাছি খেলছে’
এমন অবস্থায় নিজেদের জীবন নিয়ে শঙ্কায় অাছেন বলে অসহায়ত্ব প্রকাশ করেন মিজানুর রহমান।
তিনি কাঁদতে কাঁদতে বলেন, গত ৮বছর যাবৎ অাশিক অামার বড় বোন কে উত্যক্ত করে। এরপর ওকে না পেয়ে এখন ছোট বোনটাকেও শান্তিতে থাকতে দিচ্ছে না। অামি এ নিয়ে গ্রাম্যসালিশের কাছে নালিশ করলে উল্টো অামাকে লাঞ্চিত করে অাশিক। একজন মাদক ব্যাবসায়ী বখাটে ছেলের কাছে অামি অামার মেডিকেল পড়ুয়া বোন কে তুলে দিতে পারি না। কোন ভাই তার বোন কে এভাবে বিপদের মুখে ঢেলে দিতে পারে না। এটাই কি অামার ভূল? এক বোন কে না পেয়ে অারেক বোন কে নিয়ে ওরা এরকম করবে অামি তা কল্পনায়ও ভাবিনি।
অাশিক অামার বড় বোনের সাথে সম্পর্ক না করতে পেরে এখন ওর বন্ধু তূর্য কে নিয়ে রামপাল কলেজে পড়ুয়া অামার ছোট বোন জান্নাতুল ফেরদৌস মম কে উত্যক্ত করছে। ওদের ভয়ে অামার এ বোনের পড়ালেখা ও হুমকির মুখে।
এখন অামি কি করবো, কার কাছে যাবো বুঝতে পারছি না!
সর্বশেষ ১১ফেব্রুয়ারি রাতে প্রথম দফায় ওরা অামার বাসায় হামলা চালিয়ে অামার ছোট বোন মম কে তুলে নিয়ে যাওয়ার চেষ্টা করে। একপর্যায়ে বাধা দিতে গিয়ে অামি ওদের হাতে মারধরের স্বীকার হই। এরপর ঐদিন গভীর রাতে অাবারও ওরা অামার বাড়িতে দেশীয় অস্র নিয়ে হামলা চালিয়ে ব্যাপক ভাঙচুর করে।
সংগঠন মানে তো হচ্ছে শৃঙ্খলাবদ্ধ হওয়া। ওদের মত উশৃঙ্খল বখাটেরা ছাত্রলীগের মত ঐতিহ্যবাহী সংগঠনের জন্য কলঙ্কই নয় অভিশাপ। তাই ওদেরকে ছাত্রলীগ থেকে বহিস্কার করায় অামি কিছুটা হলেও স্বস্তি পেয়েছি। এখন শুধু অাশায় অাছি ওদেরকে অাইনের অাওতায় দেখতে পাবো।