সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘শেখ হাসিনা ও মোদির আমলেই তিস্তার পানি বণ্টন চুক্তি সম্পাদিত হবে। চুক্তির খসড়া প্রস্তুত, শুধু অনুমোদনের অপেক্ষা। ভারত আমাদের ক্ষমতায় বসাবে না, দেশের জনগণই আমাদের ক্ষমতায় বসাবে।’ সোমবার দুপুরে মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার কুচিয়ামোড়া এলাকায় বিআরটিএ এর ভ্রাম্যমাণ আদালত পরিদর্শনকালে মন্ত্রী উপস্থিত সাংবাদিকদের একথা বলেন।
তিনি আরও বলেন, ‘বিএনপি আন্দোলনে ব্যর্থ, জনবিচ্ছিন্ন একটি দল। তারা ভারত বিরোধিতার পুরানো রেকর্ড বাজিয়ে যাচ্ছে। বিএনপি হেরে যাওয়ার ভয়ে ভারতের বিরোধিতা করছে। ’৭৫ পরবর্তী ২১ বছর ভারত বিরোধিতার কারণে আমাদের অনেক ক্ষতি হয়েছে।’
মন্ত্রী আরও বলেন, ‘ভারতের সঙ্গে আমাদের সম্পর্ক স্বার্থ আদায়ের। শেখ হাসিনার বর্তমান সফরের মধ্য দিয়ে বাংলাদেশ-ভারত সম্পর্ক বহুমাত্রিক উচ্চতা লাভ করেছে। এ সম্পর্কের মাধ্যমে বাংলাদেশ-ভারতের অনেক অমীমাংসিত সমস্যার সমাধান হবে।
ভ্রাম্যমাণ আদালত পরিদর্শনকালে মন্ত্রী ঢাকা-মাওয়া মহাসড়কে চলাচলরত যানবাহনের ফিটনেস সার্টিফিকেট যাচাই করেন। ভ্রাম্যমাণ আদালত এ সময় যানবাহন চালকদের বিভিন্ন অনিয়মের কারণে ২৩টি মামলা ও ৩৬ হাজার একশ টাকা জরিমানা করেন।