২৪শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ
সোমবার | রাত ১২:১৯
তরুণ প্রজন্মকে লেখাপড়ায় বেশি গুরুত্ব দেয়ার আহবান মির্জা ফখরুলের
খবরটি শেয়ার করুন:

মুন্সিগঞ্জ, ১৭ জানুয়ারি ২০২৫, নিজস্ব প্রতিনিধি (আমার বিক্রমপুর)

তরুণ প্রজন্মকে লেখাপড়ার উপর সবচেয়ে বেশি গুরুত্ব দিতে হবে বলে মনে করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

তিনি বলেন, ‘তরুণ প্রজন্ম এখন অনেক বেশি অ্যাডভান্স। তারা অনেক বেশি প্রযুক্তির সঙ্গে সম্পৃক্ত। অনেক বেশি তারা জানে, কিন্তু এই জানাটার কখনো শেষ নাই এবং যে কথা বলতে চাচ্ছি তাদের লেখাপড়াটার উপরই সবচেয়ে বেশি গুরুত্ব দিতে হবে।’

শুক্রবার বিকালে মুন্সিগঞ্জের সিরাজদিখানের বাহেরকুচি এলাকায় একটি বেসরকারি রিসোর্টে ঢাকা কলেজের সাবেক প্রায় ১২০০ শিক্ষার্থীর অংশগ্রহণে ১৮৪ বছর পূর্তি উপলক্ষে পুনর্মিলনী অনুষ্ঠানে অংশ নিয়ে এ কথা বলেন তিনি।

এই অনুষ্ঠানে স্বরাষ্ট্র উপদেষ্টা অব. লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী, বাংলাদেশ ব্যাংকের গর্ভনর আহসান এইচ মনসুর, সাংবাদিক শফিক রেহমান, কেন্দ্রীয় বিএনপির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরাফত আলী সপু, মুন্সিগঞ্জ জেলা বিএনপির সদস্য সচিব কামরুজ্জামান রতনসহ বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত ঢাকা কলেজের সাবেক শিক্ষার্থীরা অংশ নেন।

সকালে শুরু হওয়া অনুষ্ঠানটি নানারকম রাইড, প্রতিযোগিতা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও র্যাফেল ড্র এর মধ্য দিয়ে রাত ৯টার দিকে শেষ হয়।

error: দুঃখিত!