মুন্সিগঞ্জ, ৯ নভেম্বর, ২০২০, সিরাজদিখান প্রতিনিধি (আমার বিক্রমপুর)
মুন্সিগঞ্জের ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
ফ্রান্সে মহানবী (সা:) কে নিয়ে ব্যঙ্গচিত্রের প্রতিবাদ ও ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে দূর্ঘটনা বৃদ্ধি রোধে করনীয় ঠিক করতে এলাকাবাসী ও বিভিন্ন সংগঠন পৃথক এ মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
মহানবী (সা:) কে নিয়ে ব্যাঙ্গচিত্র করার প্রতিবাদে সোমবার সকাল ১০ টায় সিরাজদিখানের নিমতলায় মানববন্ধন ও বিক্ষোভ করেছে ওলামায় কেরাম ও সর্বস্থরের তৌহীদি জনতা।
নিমতলা মাদরাসার মোহতামিম হযরত মাওলানা হাফেজ খলিলুর রহমানের সভাপতিত্বে ও নিমতলা আয়শা সিদ্দিকা মহিলা মাদরাসার মোহতামিম মাওলানা মুফতি ইউনুছ ফরিদীর পরিচালনায় মানববন্ধন অনুষ্ঠিত হয়।
এছাড়া মহাসড়কে দূর্ঘটনা বৃদ্ধি পাওয়ার প্রতিবাদে একি দিনে বেলা ১১ টায় শ্রীনগরের হাসাড়া কালী কিশোর উচ্চ বিদ্যালয়ের সামনে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে মানববন্ধন করেছে বিভিন্ন সামাজিক সংগঠন ও এলাকাবাসী।
মানবাধিকার কল্যাণ ট্রাস্ট শ্রীনগর শাখার সভাপতি আসলাম আলমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ফয়সাল আহমেদের সঞ্চালনায় মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
এসময় হাসাড়া ইউথ সোস্যাল ডেভলপমেন্ট ফাউন্ডেশনের আহবায়ক মো. সায়েমেরে নেতৃত্বে সংগঠনের সদস্য ও বিদ্যালয়ের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।