২৩শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
বৃহস্পতিবার | বিকাল ৩:৪২
ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের পাশে পড়েছিল অজ্ঞাত মরদেহ
খবরটি শেয়ার করুন:

মুন্সিগঞ্জ, ৪ জানুয়ারি ২০২৫, নিজস্ব প্রতিনিধি (আমার বিক্রমপুর)

মুন্সিগঞ্জের শ্রীনগরে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের সার্ভিস সড়কের পাশের কাশবন থেকে আনুমানিক ৩০ বছর বয়সী অজ্ঞাত এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে।

আজ শনিবার রাত সাড়ে ৮টার দিকে উপজেলার দোগাছি এলাকা থেকে মরদেহটি উদ্ধার হয়।

স্থানীয়রা জানান, সন্ধ্যায় এক্সপ্রেসওয়ের সার্ভিস সড়ক দিয়ে যাতায়াতের সময় এক ব্যক্তি কাশবনের ভেতর মানুষের মত কিছু একটা দেখতে পান। পরে কাশবন সরাতেই মরদেহ দেখে শ্রীনগর থানা পুলিশকে খবর দেয়া হয়।

শ্রীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাইয়ুম উদ্দীন চৌধুরী বলেন, নিহতের শরীরে কোথাও আঘাতের চিহ্ন নেই। ধারণা করা হচ্ছে, তিনি মানসিক ভারসাম্যহীন ছিলেন। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা হবে।

error: দুঃখিত!