ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে ৫ জন নিহতের ঘটনায় বাসচালক গ্রেপ্তার
মুন্সিগঞ্জ, ৩০ জুন ২০২৫, নিজস্ব প্রতিনিধি (আমার বিক্রমপুর)
ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে হামদান এক্সপ্রেস বাস এবং একটি ট্রাকের মধ্যে ভয়াবহ দুর্ঘটনায় পাঁচ জন নিহত হওয়ার ঘটনায় ওই বাসের চালক আবু তাহের ওরফে অপুকে (২৯) গ্রেপ্তার করা হয়েছে।
গতকাল রোববার রাত সাড়ে ১০টার দিকে র্যাব এবং হাঁসাড়া হাইওয়ে থানা পুলিশ নড়াইল জেলা থেকে তাকে গ্রেপ্তার করে করে।
হাসাড়া হাইওয়ে থানার অদূরে মুন্সিগঞ্জের শ্রীনগরে শুক্রবার দিবাগত গভীর রাতে এ দুর্ঘটনা ঘটে।
হাসাড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল কাদের জিলানী জানান, যৌথ অভিযানে যশোর জেলার বাঘারপাড়া থানার সাইটখালী গ্রামের বাসিন্দা আবু তাহের অপুকে নড়াইল জেলার লোহাগড়া উপজেলার গন্ডপ কাশিমপুর এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।
এই দুর্ঘটনার শ্রীনগর থানায় ২৮ জুন ২০১৮ সালের সড়ক পরিবহন আইনের ৯৮/১০৫ ধারায় একটি মামলা দায়ের করা হয়েছিল। গ্রেপ্তারকৃত চালকের বিরুদ্ধে পরবর্তী আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
উল্লেখ্য, ভয়াবহ সেই দুর্ঘটনায় ঘটনাস্থলে দুজন, ঢাকা মেডিক্যালে দুজন এবং পঙ্গু হাসপাতালে একজন মারা গেছেন। আহত আরও ১৬ জন বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।


