২৩শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ
রবিবার | রাত ৪:২৯
ঢাকায় ‘বুক পেতেছি, গু.লি কর’ প্রদর্শনীতে আন্দোলনে তোলা মুন্সিগঞ্জের রায়হানের ৮ ছবি
খবরটি শেয়ার করুন:

মুন্সিগঞ্জ, ৮ সেপ্টেম্বর ২০২৪, নিজস্ব প্রতিনিধি (আমার বিক্রমপুর)

দৃকের ৩৫তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ‘বুক পেতেছি, গুলি কর’ শীর্ষক আলোকচিত্র প্রদর্শনীতে স্থান পেয়েছে মুন্সিগঞ্জের সন্তান আলোকচিত্রী রায়হান আহমেদের ৮ টি ছবি। ছবিগুলো বৈষম্যবিরোধী আন্দোলনের সময় ঢাকার বিভিন্ন জায়গায় তোলা।

রাজধানীর পান্থপথে দৃকপাঠ ভবনে গেল শুক্রবার (৬ সেপ্টেম্বর) বিকেল ৫টায় এই আলোকচিত্র প্রদর্শনীর উদ্বোধন করেন জুলাই গণঅভ্যুত্থানের শহীদ পরিবার ও গুলিবিদ্ধ শিক্ষার্থীরা।

এসময় উপস্থিত ছিলেন, শহীদ জুলফিকার আহমেদ শাকিলের মা বিবি আয়েশা। শহীদ সাংবাদিক হাসান মেহেদীর জীবনসাথী ফারহানা ইসলাম পপি। শহীদ ফারহান ফাইয়াজের খালা ফারজানা মুনমুন এবং গুলিতে আহত শিক্ষার্থী সাইফুদ্দিন মুহাম্মদ এমদাদ।

প্রদর্শনীটি ঢাকার পান্থপথের শুক্রাবাদে অবস্থিত দৃকপাঠ ভবন ১৬ এর লেভেল-৮ এ আগামী ২১ সেপ্টেম্বর পর্যন্ত প্রতিদিন বিকাল ৩টা থেকে রাত ৮টা পর্যন্ত সকলের জন্য উন্মুক্ত থাকবে।

‘বুক পেতেছি, গুলি কর’ শীর্ষক আলোকচিত্র প্রদর্শনীর জন্য দৃকেরসহ মোট ১১৫ জন আলোকচিত্রীর হাজারের অধিক কাজ জমা পড়ে। মূল আয়োজনে মোট ৪১ জন আলোকচিত্রীর জুলাই গণঅভ্যুত্থানের ১১৫টি আলোকচিত্র এবং ৯টি ভিডিও (স্ক্রিনগ্র্যাব) প্রদর্শিত হচ্ছে।

error: দুঃখিত!