৭ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
শুক্রবার | রাত ১২:৪৭
ট্রলার দিয়ে লঞ্চে উঠার সময় ধাক্কায় মৃত্যু
খবরটি শেয়ার করুন:

মুন্সিগঞ্জ, ২৯ ডিসেম্বর, ২০২০, সদর প্রতিনিধি (আমার বিক্রমপুর)

মুন্সিগঞ্জে ট্রলার দিয়ে লঞ্চে উঠার সময় ধাক্কায় এক ব্যক্তির মৃত্যু হয়েছে।

আজ ভোর সকালে (২৯ ডিসেম্বর) মুন্সিগঞ্জের মিরকাদিম লঞ্চঘাট এলাকায় ধলেশ্বরীর মাঝ নদীতে এ ঘটনা ঘটে।

মুন্সিগঞ্জ সদর থানার ওসি আবু বকর সিদ্দিক ‘আমার বিক্রমপুর’ কে জানান, কুয়াশার কারনে একটি অজ্ঞাত লঞ্চ ট্রলারে ধাক্কা দেয়। এতে ঐ ব্যক্তি আহত হলে তাকে হাসপাতালে নিয়ে গেলে ‍তিনি মৃত্যুবরণ করেন।

ওসি জানান, ঐ ব্যক্তির বাড়ি ভোলায়। সে মিরকাদিমে কাচাঁমালের ব্যবসা করতো। তার লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। তবে এ ঘটনায় কোন মামলা হয়নি।

প্রত্যক্ষদর্শী কয়েকজন দাবি করেন, আজ ভোর আনুমানিক ৪ টার দিকে অজ্ঞাত লঞ্চের ধাক্কায় একটি ট্রলার দূর্ঘটনার শিকার হয়। এতে ১ জন নিহত হয় এবং আরও কয়েকজনকে গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিকেলে প্রেরণ করা হয়।

error: দুঃখিত!