১৪ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ
সোমবার | সকাল ১০:৪৩
Search
Close this search box.
Search
Close this search box.
টানা ৩ দিনের ছুটি, শিমুলিয়া ঘাটে ঘরমুখো মানুষের ঢল
খবরটি শেয়ার করুন:

মুন্সিগঞ্জ, ১৯ ফেব্রুয়ারি, ২০২১, বিশেষ প্রতিনিধি (আমার বিক্রমপুর)

সাপ্তাহিক ও একুশে ফেব্রুয়ারির ৩ দিনের টানা ছুটি ঘিরে দেশের দক্ষিণবঙ্গের ২১জেলার ঘরমুখো মানুষের ঢল নেমেছে মুন্সিগঞ্জের লৌহজংয়ের শিমুলিয়া ঘাটে।

আজ শুক্রবার (১৯ ফেব্রুয়ারি) সকাল হতে রাজধানী ঢাকা সহ বিভিন্ন স্থান থেকে ছোট বড় যানবাহনে করে এসব ঘরমুখো মানুষ শিমুলিয়া ঘাটে উপস্থিত হয়ে ফেরি, লঞ্চ ও স্পীডবোটে করে শিমুলিয়া- বাংলাবাজার নৌরুটে পদ্মার পাড়ি দিচ্ছে।

এদিকে বাড়তি যাত্রীর চাপ সামলাতে হিমশিম খেতে হচ্ছে বিআইডাব্লিউটিসি ও বিআইডাব্লিউটিএ কর্তৃপক্ষকে।

কর্তৃপক্ষ সূত্রে জানা যায়, বর্তমানে ঘাট এলাকায় নদী পারাপারের অপেক্ষায় হাজার-হাজার যাত্রীর পাশাপাশি ৮ শতাধিক যানবাহন অবস্থান করছে।

বিআইডাব্লিউটিসি শিমুলিয়া ঘাটের ব্যবস্থাপক (বানিজ্য) সাফায়েত আহমেদ বলেন, বৃহস্পতিবার দুপুর হতে মানুষের ভিড় বৃদ্ধি পেতে থাকে। শুক্রবার সকালে অত্যাধিক মানুষ পদ্মা পাড়ি দিয়ে গন্তব্যে পৌঁছাতে শিমুলিয়া ঘাটে উপস্থিত হয়। নৌরুটে যাত্রী ও যানবাহন পারাপারে ৩টি রোরো, ২টি কে টাইপ,৩টি মিডিয়াম ও ৫টি ডাম্প সহ মোট ১৩টি ফেরি চালু রয়েছে। পর্যায়ক্রমে এসব ফেরি দিয়ে যানবাহন পারাপার করা হচ্ছে।

বিআইডব্লিউটিএ’র শিমুলিয়া ঘাট পরিদর্শক মো. সোলেমান জানান, যাত্রী পারাপারে ৮৭টি লঞ্চ ও আড়াই শতাধিক স্পীডবোট নদীতে চলছে।

error: দুঃখিত!