২০শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ
রবিবার | রাত ৩:৫৩
টঙ্গীবাড়ীতে অস্ত্র ফেলে পালালো ইউপি সদস্য
খবরটি শেয়ার করুন:

পুলিশের জিজ্ঞাসার মুখে আমেরিকার তৈরী অত্যাধুনিক রিভলবার ও ৪ রাউন্ড গুলি ফেলে দৌড়ে পালিয়েছেন মুন্সীগঞ্জের শীর্ষ সন্ত্রাসী সদর উপজেলার বজ্রযোগীনি ইউনিয়ন পরিষদের সদস্য রাসেল (৩৭) । শনিবার সন্ধায় রাসেল সদর উপজেলার ডেকরাপাড়া গ্রামের এক ব্যাক্তিকে মেরে টঙ্গীবাড়ী থানা পুলিশে ধরিয়ে দিতে গেলে পুলিশ তাকে চিনে আপনি রাসেল না জিজ্ঞাসা করার সাথে সাথে কোর্টের পকেট হতে ৪ রাউন্ড গুলিসহ একটি রিভলবার টঙ্গীবাড়ী থানার সামনের রাস্তায় ফেলে দৌড়ে পালিয়ে যায়। পরে পুলিশ অস্ত্রটি উদ্ধার করে থানায় নিয়ে আসে।

এর আগে শনিবার সকালে রাসেল ও তার সহযোগী বিপ্লব সদর উপজেলার ডেকরাপাড়া গ্রামের মাদক ব্যাবসায়ী তারা সেখের কাছে ১০টি ইয়াবা ট্যাবলেড কিনতে চায়। এ সময় তারা সেখ সে মাদক ব্যাবসা ছেড়ে দিয়েছে বলে রাসেলকে জানালে সে ক্ষিপ্ত হয়ে উঠে। পরে বিকেল ৩টায় তারা সেখ উপজেলার আলদি বাজার হতে তার নিজ বাড়ি ডেকরাপাড়া গ্রামে ফেরার পথে আলদী বাজার বিদুৎ অফিসের সামনে রাসেল, বিপ্লবসহ কতিপয় সন্ত্রাসী তারার উপর হামলা চালায়।

এ সময় তারার বামপা পিটিয়ে ভেঙ্গে ফেলে তারা এবং শরীরের বিভিন্ন স্থানে জখম করে টঙ্গীবাড়ী স্বাস্থ্য কমপ্লেক্র হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে আসে। কর্তব্যরত ডাক্তার তারাকে পঙ্গু হাসপাতালে নিয়ে যেতে বললে রাসেল গংরা তারাকে একটি পল্লি বাইকে উঠিয়ে টঙ্গীবাড়ী থানার সামনে দিয়ে যাওয়ার সময় থানায় ডিউটিরত এক কনেষ্টোবলকে বলে ও মাদক ব্যাবসায়ী ওকে গ্রেফতার করেন।

এ সময় টঙ্গীবাড়ী থানা এসআই হুমায়ূন কবির ঘটনাস্থলে পৌছেঁ তুমি রাসেল না থানায় চলো বললে সে তার কোর্টের পকেট হতে অস্ত্র ফেলে দ্রুত পালিয়ে যায়। টঙ্গীবাড়ী থানা এস আই হুমায়ূন কবির জানান, রাসেল একজন শীর্ষ সন্ত্রাসী। কিছুদিন আগে তাকে র‌্যাব আটক করেছিলো।

error: দুঃখিত!