বঙ্গবন্ধু ৪০ তম শাহাদাৎ বাষির্কী ও জাতীয় শোক দিবস উপলক্ষে মুন্সীগঞ্জের টঙ্গিবাড়ী উপজেলা আলোচনা সভা,গাছের চারা বিতরণ,দোয়া মাহফিল ও গনভোজ হয়েছে। মঙ্গলবার দুপুর ২ টার সময় এসব কর্মসূচি পাল করা হয়। এতে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখে জেলা আওয়ামীলিগের সভাপতি ও জেলা পরিষদ প্রশাসক আলহাজ্ব মোঃ মহিউদ্দিন।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন জাতীয় সংসদের সাবেক হুইপ মুন্সীগঞ্জ-২ আসনের সংসদ সদস্য সাগুফতা ইয়াসমিন এমিলি এমপি।আরো বক্তব্য রাখেন,,জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শেখ লুৎফার রহমান,উপজেলা আওয়ামীলীগের সভাপতি জগলুল হালদার ভূতু,সাধারণ সম্পাদক হাফিজ আল আসাদ বারেক,উপজেলা চেয়ারম্যান ইঞ্জিনিয়ার কাজী আব্দুল ওয়াহী,উপজেলা ভাইস চেয়ারম্যান রাহাত খান রুবেল, সংরক্ষিত মহিলা ভাইস চেয়ারম্যান এমিলি পারভিন,উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি মানিক মিয়া বাচ্চু মাঝি ও জেলা সদস্য বেলায়েত হোসেন লিটন মাঝি,ইউনিয়ন আওয়ামীলীগের যুগ্ন-সম্পাদক স্বপন মাঝি, ঢাকা কলেজ শাখার সাবেক ছাত্রলীগের সহ-সভপাতি নাহিদ খান,উপজেলা ছাত্রলীগের সভাপতি মাসুম মোল্লা ও সাধারণ সম্পাদক মিজানুর রহমান ও উপজেলার সকল ইউনিয়নের চেয়ারম্যান সহ জেলা ও উপজেলা আওয়ামীলীগের বিভিন্ন অংগসংগঠনের নেতৃবৃন্দ।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন টঙ্গিবাড়ীর সোনারং ইউনিয়ান আওয়ামীলীগের সভাপতি কাজী মোঃ শাহাজান (সারু)। সভাপতির বক্তব্যের পরে বিভিন্ন স্কুল কলেজের ২ হাজার ছাত্র-ছাত্রীদের মাঝে গাছের চারা ও খাবার বিতরণ করা হয়।