১৪ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
শুক্রবার | রাত ৯:০৪
টংগিবাড়ীতে র্যাবের অভিযানে অস্র উদ্ধার, অাটক ২
খবরটি শেয়ার করুন:

মুন্সিগঞ্জের টংগীবাড়ি উপজেলায় একটি বিদেশী পিস্তল ও দুইটি ম্যাগজিনসহ অনিক হাওলাদার (২০) ও রবিউল (১৮) নামে দুই যুবককে আটক করেছে র‌্যাব-১১।

রবিবার (২৫ ফেব্রুয়ারি) দুপুর থেকে বিকাল পর্যন্ত অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়।

র‌্যাব-১১ এর কোম্পানি কমান্ডার সহকারি পরিচালক নাহিদ হাসান জনি জানান, টংগীবাড়ি উপজেলায় দুপুর থেকে বিকাল পর্যন্ত অভিযান পরিচালনা করা হয়। এ সময় কামারখাড়া এলাকা থেকে একটি বিদেশী পিস্তল ও দুইটি ম্যাগজিনসহ দুই যুবককে আটক করা হয়েছে। তবে ম্যাগজিন ও পিস্তলে কোন গুলি ছিল না। তাদের বিরুদ্ধে টংগীবাড়ি থানায় অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে।

error: দুঃখিত!