মুন্সিগঞ্জ, ১৭ এপ্রিল, ২০২১, টংগিবাড়ী প্রতিনিধি (আমার বিক্রমপুর)
মুন্সিগঞ্জের টংগিবাড়ীতে প্রতিপক্ষের হামলাম মা মেয়ে ও নাতি আহত হয়েছে। এর মধ্যে গুরুতর আহত অবস্থায় রানু বেগম (৩৫) মুন্সিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকিদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
জানা গেছে, উপজেলার পাইকপাড়া গ্রামের বেলু বেগমদের সাথে প্রতিবেশী ফিরোজা বেগমদের দীর্ঘদিন যাবৎ জমি নিয়ে বিরোধ চলছিলো। এ নিয়ে ফিরোজা বেগম মুন্সিগঞ্জ আদালতে পিটিশন মোকদ্দমা নং ৩৩৬/২০ দায়ের করেন।
আজ শনিবার (১৭ এপ্রিল) সকালে ফের দু-গ্রুপ সংঘর্ষে জড়িয়ে পরেন।
এ সময় একই গ্রামের বেলু বেগমের পক্ষের হযরত আলীর ছেলে আবু তাহের (২২), রশিদের ছেলে আবু বকর (২০) ও উজ্জ্বল (২৫), বেলু বেগম, মালি বেগম (৫৫) , নাহিদা বেগম (৩৫), মাকসু বেগম এবং সানি সেখসহ (১৮) আরো ১০/১২ জন কাঠের দাসা, লোহার রড নিয়া হামলা চালায়।
এ সময় ফিরোজা বেগম তার মেয়ে রানু বেগম ও নাতি সিয়ামকে পিটিয়ে গুরুতর জখম করে। এ ব্যাপারে ফিরোজা বেগম বাদী হয়ে টংগিবাড়ী থানায় অভিযোগ দায়ের করেছেন।
এ বিষয়ে টংগিবাড়ী থানার ওসি হারুন অর রশিদ জানান, অভিযোগ পেয়েছি, তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।