মুন্সিগঞ্জ ২৮ সেপ্টেম্বর, ২০১৯, টংগিবাড়ী প্রতিনিধি (আমার বিক্রমপুর)
মুন্সিগঞ্জের টংগিবাড়ীতে পূজা মন্ডপগুলোতে সরকারী অনুদানের চেক বিতরণ করা হয়েছে।
শনিবার বেলা ১১টায় উপজেলা পরিষদের অডিটরিয়ামে টঙ্গীবাড়ী উপজেলা পরিষদের আয়োজনে উপজেলার প্রতিটি পূজা মন্ডপের প্রায় ৪৭জন সভাপতির হাতে শারদীয় দূর্গাপূজার নগদ পাঁচ হাজার টাকা করে চেক বিতরণ করা হয়।
মুন্সিগঞ্জ-২ আসনের সংসদ সদস্য সাগুফতা ইয়াসমিন এমিলি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অনুদানের নগদ ৫হাজার টাকার চেক তুলে দেন।
এ সময় সেখানে আরও উপস্থিত ছিলেন টংগিবাড়ী উপজেলা চেয়ারম্যান জগলুল হাওলাদার ভূতু, উপজেলা নির্বাহী কর্মকতা মোসা: হাসিনা আক্তার, সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান ইঞ্জি: কাজী ওয়াহিদ, ভাইস চেয়ারম্যান নাহিদ খান, মুন্সিগঞ্জ জেলা পূজা উদযাপন কমিটির সাধারন সম্পাদক নবীন কুমার প্রমুখ।