৮ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
শনিবার | বিকাল ৫:৫২
টংগিবাড়ীতে ঠিকাদারের গাফিলতিতে ৫০ ফিট রাস্তায় ভোগান্তি চরমে
খবরটি শেয়ার করুন:

মুন্সিগঞ্জ, ২০ মে, ২০২১, বিশেষ প্রতিনিধি (আমার বিক্রমপুর)

মুন্সিগঞ্জের টংগিবাড়ী উপজেলার চাঠাতি পাড়া গ্রামের নির্মাণাধীন ১ কিলোমিটার রাস্তার মধ্যে ৫০ ফিট রাস্তা খুড়ে রাস্তার ২ পাশে আইল নির্মাণ করে রাখা হয়েছে। এতে বৃষ্টিতে ওই ৫০ ফিট রাস্তার মধ্যে পানি জমে মাঝে মাঝে হাটুর উপরে পানি জমা হয়ে থাকে। এতে বিপাকে পরেছে ওই এলাকার জনগণ।

উপজেলার চাঠাতি পাড়া গ্রাম হতে বের হওয়ার একমাত্র রাস্তাটি দিয়ে যানবাহনতো দূরের কথা পায়ে হেটে বের হওয়া কষ্টকর হয়ে দাড়িয়েছে। এ রাস্তাটি দিয়ে উপজেলার চাঠাতিপাড়া গ্রাম ছাড়াও পাচঁগাও, ঝিনাইসার, লৌহজং উপজেলার বাইনকাইচ গ্রামের হাজার হাজার মানুষ চলাফেরা করে থাকে।

সরেজমিনে গিয়ে দেখা যায়, উপজেলার সাতুল্লা হতে চাঠাতি পাড়া গ্রাম পর্যন্ত এই রাস্তাটির ১ কিলোমিটার কার্পেটিংয়ের কাজ করছে এলজিইডি। বিগত প্রায় ৪ মাস যাবৎ কাজ শুরু হলেও ২ মাস কাজ করার পর কাজ বন্ধ করে রেখেছে ঠিকাদার। পুরো ১ কিলোমিটার রাস্তার ইট তুলে তার মধ্যে বালি ফেলে ভরাট করে রাখলেও ৫০ ফিটের মতো রাস্তায় বালু না ফেলায় চরম ভোগান্তিতে পরেছে ওই রাস্তায় যাতায়াতকারীরা। ঠিকাদারের এ রকম কাজকর্মে বিস্ময় প্রকাশ করছে ও রাস্তায় যাতায়াতাকারীরা।

এলাকাবাসী জানান, এক কিলোমিটার রাস্তার প্রায় পুরোটি ঠিকাদার বালু ফেলে ভরাট করে রাখছে। রাস্তায় ব্যবহার করার জন্য ইট এনে ভেঙ্গে একস্থানে স্তুপ করে রাখছে।

কিন্তু ৫০ ফুটের মতো জায়গায় মাত্র ১০ হাজার টাকার বালু ফেললে আমাদের এই ভোগান্তির শিকার হতে হতোনা। প্রায় ২ মাস যাবৎ মাটি খুড়ে রাখলেও আমরা ঠিকাদার এর দেখা পাচ্ছিনা। ঠিকাদারের মোবাইলে ফোন করলে সে বলে আমার রাস্তার কাজ শেষ করতে আরো ৬ মাসের সময় আছে। নির্ধারিত সময়ের মধ্যে কাজ শেষ করবো। এলাকাবাসী আরো জানায় বৃষ্টি নামলে গাড়িতো দূরের কথা পায়ে হেটে যেতেও ওই রাস্তা দিয়ে কষ্ট হয় আমাদের।

এদিকে ওই গ্রামের আলু চাষি জুয়েল তালুকদার জানান, ৫০ ফিট রাস্তা সংস্কার না করায় এ গ্রামে আলু কিনতে কোন পাইকার আসেনা। যার কারনে আলু বিক্রি করতে পারছিনা। আমাদের আলুগুলো গোলায় পচেঁ নষ্ট হচ্ছে।

এ ব্যাপারে টংগিবাড়ী উপজেলা প্রকৌশলী শাহ মোয়াজ্জেম হোসেন জানান, ঠিকাদার এর সাথে কথা হয়েছে। ঈদের পরে লেবার না পাওয়ায় তারা কাজটি শুরু করতে পারছেনা। অল্প সময়ের মধ্যে কাজটি সম্পন্ন করা হবে।

error: দুঃখিত!