২২শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ
শনিবার | বিকাল ৩:০৯
টংগিবাড়ীতে গৃহবধুকে শ্লীলতাহানি, স্বামী আহত
খবরটি শেয়ার করুন:

মুন্সিগঞ্জ ৬ নভেম্বর, ২০১৯, টংগিবাড়ী প্রতিনিধি (আমার বিক্রমপুর)

মুন্সিগঞ্জের টংগিবাড়ী উপজেলার মারিয়ালয় এলাকায় গৃহবধুর শ্লীলতাহানি ও স্বামীকে রক্তাক্ত জখমের ঘটনায় থানায় লিখিত অভিযোগ দাখিলের একদিন অতিবাহিত হলেও মঙ্গলবার দিবাগত রাত পর্যন্ত মামলা রুজু করেনি টংগিবাড়ী থানা-পুলিশ।

এ সুযোগে অভিযুক্ত লম্পট কাইয়ুম মাঝি বহাল তবিয়্যতে প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে।

ঘটনার ২৪ ঘন্টা অতিবাহিত হলেও এখনও পর্যন্ত পুলিশ অভিযুক্ত কাইয়ুম মাঝির বিরুদ্ধে আইনগত কোন পদক্ষেপ নেয়নি।

অভিযোগে জানা গেছে, গত ৪ নভেম্বর দুপুরে গৃহবধু বিথী বেগম উপজেলার মারিয়ালয় গ্রামের শ্বশুড়বাড়ী থেকে ধীপুর ইউনিয়নের রবনগরকান্দি গ্রামে পিতার বাড়ী যাচ্ছিল। পথিমধ্যে মৃত কাদির মাঝির বখাটে-লম্পট ছেলে কাইয়ুম মাঝি গৃহবধু বিথী বেগমে শরীরের ওড়না টান দিয়ে শরীরের আপত্তিকর স্থানে হাত দিয়ে শ্লীলতাহানি করার চেষ্টা চালায়।

একপর্যায়ে তাদের বহন করা অটোবাইক থামিয়ে ফেলে। এতে তার সঙ্গে থাকা স্বামী মোস্তফা কাজী এ ঘটনার প্রতিবাদ করতে তাকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাথারি আঘাত করলে রক্তাক্ত জখম করে এবং হত্যার হুমকি দিয়ে চলে যায়।

পরে আহত অবস্থায় তার স্বামী মোস্তফা কাজীকে টংগিবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে তার গালে ৩টি সেলাই সহ চিকিৎসা দেওয়া হয়।

পরে বিষয়টি স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গকে জানানো হলে তারা থানায় গিয়ে লম্পট কাইয়ুম মাঝির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার পরামর্শ দেন।

গৃহবধু বিথী বেগম বলেন, তাকে রাস্তায় প্রকাশ্য দিবালোকে শ্লীলতাহানি করার পর ও স্বামী মোস্তফা কাজীকে ধারালো অস্ত্রের আঘাতে রক্তাক্ত জখম করার পর অভিযুক্ত লম্পট কাইয়ুম মাঝি হুমকি দিয়ে হুমকি দিয়ে বলে যায়, এ ব্যাপারে কোন থানায় কোন অভিযোগ করলে পরিবারের সবাইকে হত্যা করা হবে। পুলিশের সহযোগিতা না পাওয়ার কারনে পরিবার পরিজন নিয়ে নিরাপত্তাহীনতায় ভুগছি।

এ প্রসঙ্গে টংগিবাড়ী থানার এস আই জাকির হোসেন জানান, থানায় লম্পট কাইয়ুম মাঝির বিরুদ্ধে লিখিত অভিযোগ দাখিল করা হয়েছে। তবে দাখিল করা লিখিত অভিযোগ এখনও মামলা হিসেবে নথিভূক্ত করা হয়নি।

এ ঘটনার ব্যাপারে টঙ্গিবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহ মো. আওলাদ হোসেন জানান, গৃহবধু বিথী বেগমের শ্লীলতাহানি ও স্বামী মোস্তফা কাজীর উপর হামলার ঘটনায় থানায় অভিযোগ দাখিলের কোন বিষয়ই তিনি অবগত নন। থানার এস আই জাকির হোসেন যদি এ ঘটনা অবগত হয়ে থাকে তাহলে এ ঘটনার বিষয়ে খোঁজ নিয়ে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

error: দুঃখিত!