মুন্সিগঞ্জ, ২৩ মার্চ, ২০২১, টংগিবাড়ী প্রতিনিধি (আমার বিক্রমপুর)
মুন্সিগঞ্জের টংগিবাড়ী উপজেলার দিঘিরপাড় এলাকায় পদ্মা নদীতে অভিযান চালিয়ে ৪০ কেজি জাটকা জব্দ করা হয়েছে। এসময় বাধা জাল সহ দুই জেলেকে আটক করা হয়। পরে তাদের কাছ থেকে ১০ হাজার টাকা জরিমানা আদায় করে ছেড়ে দেয়া হয়।
গতকাল সোমবার (২২ মার্চ) টংগিবাড়ীর দিঘিরপাড় এলাকায় পদ্মার শাখা নদীতে এই অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট উচেন মে।
গণমাধ্যমে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানায় টংগিবাড়ী উপজেলা মৎস্য কর্মকর্তা জাকির হোসেন মৃধা।
তিনি আরও জানান, উদ্ধারকৃত ইলিশের পোনা দুস্থ পরিবারের মাঝে বিনা মূল্যে দিঘিরপাড় পুলিশে তদন্ত কেন্দ্র থেকে বিতরণ করা হয় এবং আটকৃতদের ৫হাজার টাকা করে উভয়কে ১০হাজার টাকা জরিমানা করা হয়।
আটকৃতরা হলেন, মুন্সিগঞ্জ সদর উপজেলার ভুতারচর গ্রামের রশিদ মোল্লার ছেলে জাহাঙ্গীর মোল্লা (২৬) ও ভাসানচর গ্রামের আয়নাল খান এর ছেলে ইমরান (২২)।
জাটকা ইলিশ সংরক্ষণ অভিযান সফল বাস্তবায়নে মোবাইল কোর্ট অভিযান পরিচালনা অব্যাহত থাকবে বলে জানান উপজেলা মৎস্য কর্মকর্তা।