মুন্সিগঞ্জ ১১ নভেম্বর, ২০১৯, সদর প্রতিনিধি (আমার বিক্রমপুর)
মুন্সিগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোহাম্মদ মহিউদ্দিন আহমেদের বিরুদ্ধে মিথ্যাচার, ষড়যন্ত্র ও ভিত্তিহীন মানববন্ধনের প্রতিবাদে গজারিয়া উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গ-সহযোগী সংগঠন প্রতিবাদ ও বিক্ষোভ মিছিল কর্মসূচি পালন করেছে।
গজারিয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান আমিরুল ইসলামের নেতৃত্বে সোমবার (১১নভেম্বর) মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলায় এই কর্মসূচি পালিত হয়।
এসময় গজারিয়া উপজেলা আওয়ামী লীগ সহ বিভিন্ন অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
কর্মসূচিতে বক্তারা বলেন, ‘একটি স্বার্থান্বেষী মহল তাদের স্বার্থ হাসিলের উদ্দেশ্যে আমাদের সকলের প্রিয় নেতা মহিউদ্দিন আহমেদের বিরুদ্ধে চক্রান্ত করছে। তাই আমাদের সকলকে সজাগ থাকতে হবে। যে কোন ষড়যন্ত্র মোকাবেলায় গজারিয়া উপজেলা আওয়ামী লীগ সর্বদা প্রস্তত আছে’
বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভায় উপস্থিত ছিলেন গজারিয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান আমিরুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সভাপতি সোলাইমান দেওয়ান, উপজেলা ভাইস চেয়ারম্যান আতাউর রহমান নেকী (খোকন), মহিলা ভাইস চেয়ারম্যান খাদিজা আক্তার আঁখি, মুন্সিগঞ্জ জেলা যুবলীগের আহ্বায়ক শাহজাহান খাঁন, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি মহসিন চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক ও গজারিয়া ইউনিয়ন চেয়ারম্যান আবু তালেব ভূঁইয়া, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আলামিন দেওয়ান প্রমুখ।