মুন্সিগঞ্জ, ২ জুলাই, ২০২১, বিশেষ প্রতিনিধি (আমার বিক্রমপুর)
মুন্সিগঞ্জের শ্রীনগরে জুয়া খেলার সময় র্যাবের হাতে ৪ জন আটক হয়েছে।
গতকাল বৃহস্পতিবার (১ জুলাই) রাতে উপজেলার মধ্যবাগপাড়া গ্রামের এনায়েত তালুকদারের বাড়ি হতে তাদের জুয়া খেলা অবস্থায় গ্রেপ্তার করা হয়।
র্যাব প্রেস বিজ্ঞপ্তিতে জানায়, র্যাব-১১, সিপিসি-১ এর কোম্পনী কমান্ডার স্কোয়াড্রন লিডার এ কে এম মুনিরুল আলম ও স্কোয়াড কমান্ডার এএসপি আবু ছালেহ এর নেতৃত্বে অভিযান পরিচালিত হয়।
আটকরা হলেন, উপজেলার বাগড়া এলাকার মৃত তোফাজ্জল হোসেন তালুকদার এর পুত্র এনায়েত হোসেন তালুকদার (৬০), একই এলাকার মৃত খোশাল বেপারী’র ছেলে মুজিবুর রহমান বেপারী (৫৭), মৃত তোতা তালুকদারের পুত্র নয়ন তালুকদার (৪০) ও মৃত আঃ মালেক এর পুত্র পলাশ (৩৫)।
গ্রেপ্তারকৃত জুয়াড়িদের কাছে থেকে ৩ সেট তাস, জুয়া খেলায় ব্যবহৃত নগদ ৭ হাজার ৫ শ’ টাকা ও ৪ টি মোবাইল সেট উদ্ধার করা হয়।
র্যাব জানায়, গ্রেপ্তারকৃত জুয়াড়িরা আসামী এনায়েত হোসেন তালুকদার এর ঘর দিন প্রতি ৫০০ টাকা ভাড়া নিয়ে দীর্ঘদিন ধরে জুয়ার আসর বসিয়ে নিয়মিত প্রকাশ্যে জুয়া খেলে আসছিল। গ্রেপ্তারকৃত জুয়াড়িদের বিরুদ্ধে মুন্সিগঞ্জের শ্রীনগর থানায় জুয়া আইনে মামলা রুজু করা হয়েছে।