মুন্সিগঞ্জ, ২৩ ফেব্রুয়ারি, ২০২০, বিশেষ প্রতিনিধি (আমার বিক্রমপুর)
বাংলাদেশ শিল্পকলা একাডেমির এক্সপেরিমেন্টাল থিয়েটার হলে মঞ্চায়িত হলো থিয়েটার সার্কেল মুন্সিগঞ্জের কালজয়ী নাটক “নকশি কাঁথার মাঠ”।
বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশান আয়োজিত জাতীয় নাট্যোৎসবে মুন্সিগঞ্জের একমাত্র দল হিসেবে অশংগ্রহন করে তারা।
পল্লী কবি জসীমউদ্দিন এর অমর কাব্য গাঁথা এই নাটকটির নাট্যরুপ ও নির্দেশনা দিয়েছেন শিশির রহমান।
প্রযোজনাটির অধিকর্তা ছিলেন থিয়েটার সার্কেলের সভাপতি সাব্বির হোসাইন জাকির।
অনবদ্য অভিনয়ে দর্শকদের মুগ্ধ করে শিশির রহমান, আশিক চৌধুরী, জয়া দাস শিখা, শিপ্রা দাস, জিতু চন্দ্র রায় , সুদীপ দাস দ্বীপ , সুমি দাস, আশরাফ আলী, সূচীত্রা দাস , ঈমন, রিত্তিক, সিমান্ত, নদী , রিদয় , কামরুল, অর্ক, শ্রুতি, সৃজন, সূচনা, শাহরিয়ার, রাজ, একরামুল, কামরুল, শরিফ মাহমুদ, সালাউদ্দিন বাবুল, ম্যাথিন দাস।
অত্যন্ত সুনামের সাথে সকল নাট্যশিল্পীরা সুনিপুণ অভিনয়ের মাধ্যমে দর্শকদের মন জয় করেছেন।
নাটকটির প্রদর্শনীতে দর্শকদের বিপুল সমাগম ঘটে। কলকাতার নাট্যশিল্পীরা সহ বিভিন্ন দলের নাট্যকর্মিরা নাটকটি উপভোগ করেন।
নাটক শেষে বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশান এর অর্থ বিষয়ক সম্পাদক রফিকউল্লাহ সেলিম নির্দেশক শিশির রহমান এবং সভাপতি সাব্বির হোসাইন জাকিরের হাতে উৎসব স্মারক তুলে দেন।
নাটক প্রসঙ্গে থিয়েটার সার্কেলের সাধারণ সম্পাদক জিতু চন্দ্র রায় জানান, আমরা মুন্সিগঞ্জের একমাত্র দল হিসেবে জাতীয় নাট্যোৎসবে জেলার প্রতিনিধিত্ব করছি। এটি আমাদের জন্য গৌরবের। আমরা আনন্দিত কারণ নাটকটির মঞ্চায়ন সকলের কাছে উপভোগ্য হয়েছে। আগামীদিনেও থিয়েটার সার্কেল প্রযোজনার এই মান অব্যাহত রাখবে।