মুন্সিগঞ্জ, ১৫ জুন ২০২৪, নিজস্ব প্রতিনিধি (আমার বিক্রমপুর)
জাতীয় যুব কাউন্সিলের সদস্য পদে মুন্সিগঞ্জ জেলা থেকে মনোনয়ন পেয়েছেন স্বেচ্ছাসেবী সংগঠন বিক্রমপুর যুব ফাউন্ডেশনের চেয়ারম্যান ও রামপাল ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান কাজী ফুলন।
মুন্সিগঞ্জ জেলা প্রশাসক কার্যালয়ের স্মারক সূত্রে জানা যায়, মুন্সিগঞ্জ ৩ আসনের সংসদ সদস্য মোহাম্মদ ফয়সাল বিপ্লব কতৃক এই কমিটিতে মনোনীত হন কাজী ফুলন।
এই কমিটির উপদেষ্টা মুন্সিগঞ্জ ৩ আসনের সংসদ সদস্য মোহাম্মদ ফয়সাল বিপ্লব ও সভাপতি জেলা প্রশাসক মো. আবুজাফর রিপন। এছাড়াও এই কমিটিতে সর্বমোট ১৩ জন সদস্য রয়েছেন।
স্মারক সূত্রে জানা গেছে, জাতীয় যুব কাউন্সিল (গঠন, কাঠামো, কার্যপদ্ধতি ও ব্যবস্থাপনা) বিধিমালা অনুযায়ী ২ বছরের জন্য জাতীয় যুব কাউন্সিলের সদস্য নির্বাচনের লক্ষ্যে মুন্সিগঞ্জ জেলা মনোনয়ন কমিটি গঠন করা হয়েছে।