ঢাকা, ১ জুলাই, ২০২১, (আমার বিক্রমপুর)
দৈনিক জনকণ্ঠের স্টাফ রিপোর্টার হিসেবে যোগ দিয়েছেন মুন্সিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি ও বিশিষ্ট সাংবাদিক মীর নাসিরউদ্দিন উজ্জ্বল।
জনকণ্ঠ কতৃপক্ষ এ তথ্য নিশ্চিত করেছে। তারা জানিয়েছে, দৈনিক জনকণ্ঠের প্রতিষ্ঠার শুরু থেকে সততা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করে আসছিলেন মুন্সিগঞ্জের বিশিষ্ট সাংবাদিক মীর নাসিরউদ্দিন উজ্জ্বল।
জানা যায়, গত বছরের ১৯ জুন জনকণ্ঠ-গ্লোব পরিবারের বহিস্কৃত নির্বাহী পরিচালক (হিসাব) তোফায়েল আহমেদ গং ষড়যন্ত্রমূলকভাবে উজ্জ্বলতে সরিয়ে দিয়ে দৈনিক জনকণ্ঠ পত্রিকার শেষ পাতায় বিভ্রান্তিকর বিজ্ঞপ্তি প্রকাশ করে। ঐ বিজ্ঞপ্তি প্রত্যাহার করে মীর নাসিরউদ্দিন উজ্জ্বলকে স্বপদে বহাল করা হয়েছে।