মুন্সিগঞ্জ জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ফয়েজ অাহম্মেদ পাভেল ও জেলা তরুণলীগের সহ-সভাপতি অাদর দাস সম্প্রতি সদরের মুক্তারপুরে নির্বাচন পূর্ব-সহিংসতার একটি মামলায় অাজ জামিন পেয়েছেন।
অাজ বেলা সাড়ে ১২টা’র দিকে বিচারক উমা রানী দাস তার জামিন অাবেদন মঞ্জুর করেন।
গত ১২এপ্রিল থেকে তিনি উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ছিলেন। সেখানেই তিনি পুলিশ হেফাজতে বন্দি ছিলেন।
এদিকে জামিনে মুক্ত হয়েই পঞ্চসারের কেপিরবাগে অাওয়ামীলীগের প্রার্থী অাবদুল সাত্তার মিয়ার উঠোন বৈঠকে উপস্থিত হয়ে ‘নৌকা’ মার্কায় ভোট চান পাভেল।