১১ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
মঙ্গলবার | রাত ১০:১২
‘চাচ্চু-২’ নিয়ে অাসছে ডিপজল
খবরটি শেয়ার করুন:

আবারো চলচ্চিত্র প্রযোজনা ও অভিনয়ে ফিরছেন জনপ্রিয় চলচ্চিত্র অভিনেতা মনোয়ার হোসেন ডিপজল।

এক সাথে বেশ কয়েটি ছবির গল্প লেখার কাজ সম্পন্ন করেছেন তিনি। এটা সবারই কম বেশি জানা।

এরইমধ্যে ছটকু আহমেদের লেখা নতুন ছবিগুলোর গল্প ডিপজলের হাতে গিয়ে পৌঁছেছে। গল্প হাতে পেয়েই তিনি শুটিংয়ের প্রস্তুতি শুরু করেছেন।

এফ আই মানিকের পরিচালনায় কয়েক বছর আগে ডিপজল নির্মাণ করেছিলেন ‘চাচ্চু’। এবার তিনি নির্মাণ করতে যাচ্ছেন ‘চাচ্চু ২’।

‘চাচ্চু’র নির্মাতা এফ আই মানিকই ‘চাচ্চু ২’ পরিচালনা করবেন। এতেও অভিনয় করবেন ডিপজল। আগামী মাসেই ছবিটির শুটিং শুরু হতে যাচ্ছে ঢাকার বিভিন্ন লোকেশনে। এখন চলছে অন্যান্য শিল্পী নির্বাচনের কাজ। কয়েকজনের সাথে কথা হয়েছে।

দু’একদিনের মধ্যেই অন্য সব শিল্পী চুক্তিবদ্ধ হবে বলে জানিয়েছেন নির্মাতা এফ আই মানিক।

মানিক আরো বলেন, ‘এরইমধ্যে শুটিংয়ে প্রস্তুতি নিয়েছি। আগামী মাসের শেষের দিকে ‘চাচ্চু ২’র ক্যামেরা চালু করবো ইনশাআল্লাহ’।

error: দুঃখিত!