১৮ই জুন, ২০২৫ খ্রিস্টাব্দ
বুধবার | বিকাল ৪:১২
চাক্কুসহ গ্রেপ্তার হলেন ‘চাক্কু মিলন’
খবরটি শেয়ার করুন:

মুন্সিগঞ্জ, ১২ মে ২০২৫, ডেস্ক রিপোর্ট (আমার বিক্রমপুর)

গত বছরের ৪ আগস্ট মুন্সিগঞ্জ শহরে ছাত্র-জনতার আন্দোলন চলাকালে নিহতের ঘটনায় দায়েরকৃত অন্তত দুইটি হত্যা মামলা ও শহরের খালইস্ট এলাকার জেলা যুবদলের সাবেক সভাপতি সুলতান আহমেদের মালিকানাধীন সবুজ ছায়া নামক রেষ্টুরেন্ট ভাঙচুরের ঘটনায় দায়েরকৃত মামলার এজাহারভুক্ত আসামি মো. মিলন মিজি ওরফে চাক্কু মিলনকে (৩৩) চাক্কুসহ গ্রেপ্তার করেছে সদর থানা পুলিশ।

আজ সোমবার দুপুর ১২টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে শহরের লিচুতলা এলাকা থেকে সদর থানার ওসি তদন্ত সজিব দে’র নেতৃত্বে মেহেদি নামের দুই কনস্টেবলের সহযোগিতায় তাকে গ্রেপ্তার করে পুলিশ।

এসব তথ্য নিশ্চিত করে পুলিশ পরিদর্শক সজিব দে জানান, মুন্সিগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শিক্ষার্থীদের উপর হামলার প্রমাণ রয়েছে তার বিরুদ্ধে। এছাড়া ওই ঘটনায় তার বিরুদ্ধে দুইটি হত্যা ও একটি ভাঙচুরসহ ৫টি মামলা রয়েছে সদর থানায়। এছাড়াও নারায়ণগঞ্জ-মুন্সিগঞ্জ জেলায় মাদকসহ সর্বমোট ১৩টিরও বেশি মামলার আসামি গ্রেপ্তারকৃত এই মিলন।

মিলন শহরের দক্ষিণ কোর্টগাঁও এলাকার আক্কাছ মিঝির পুত্র।