১১ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ
শুক্রবার | দুপুর ১২:৩৮
Search
Close this search box.
Search
Close this search box.
চাঁদ উঠলো, দুধের দামও বাড়লো
খবরটি শেয়ার করুন:

মুন্সিগঞ্জ, ৩ এপ্রিল, ২০২২, বিশেষ প্রতিনিধি (আমার বিক্রমপুর)

মুন্সিগঞ্জ শহরের মাঠপাড়া এলাকার বাসিন্দা আওলাদ হোসেন। তিনি একজন বেসরকারি চাকরিজীবী। গতকাল সন্ধ্যায় তিনি দুধ বাজার আসেন দুধ কিনতে। এসে দেখেন প্রতি লিটার দুধ বিক্রি হচ্ছে ১২০ টাকায়। দুইদিন আগে একই সময়ে এসে তিনি ৬০-৬৫ টাকা প্রতিলিটার দুধ বিক্রির খবর নিয়ে বাড়িতে চলে যান। বাধ্য হয়ে তিনি দ্বিগুণ দামেই দুধ কিনে বাড়ি ফিরেন।

খোঁজ নিয়ে জানা গেছে, রমজান উপলক্ষে দুধ বিক্রেতারা দাম বাড়িয়েছে। এ দামের নিচে কেউই বিক্রি করতে রাজি নন। বাধ্য হয়ে তাই এ দাম দিয়েই কিনতে হচ্ছে।

শহরের বাসিন্দা সিফাত মিয়া জানান, প্রতি বছরের মতো এবারও রোজা উললক্ষে দুধের দাম বৃদ্ধি পেয়েছে। এর ফলে দুগ্ধজাত বিভিন্ন খাবারের দাম বেড়েছে। বিশেষ করে মাঠার দাম দুই দিন আগের তুলনায় গতকাল বেশি ছিল। তারাও দুধের দাম বৃদ্ধির অজুহাত দেখাচ্ছে।

শ্রীপল্লী এলাকার রাজন মিয়া জানান, গতকাল মুন্সিগঞ্জ বাজারে দুধের দাম অনেক বেশি ছিল। তাই দুধ না কিনে বাড়ি চলে এসেছি। রোজা উপলক্ষে দুধের দাম বাড়ানো অযৌক্তিক।

error: দুঃখিত!