মামলা তুলে না নেয়ায় রাজধানীর যাত্রাবাড়ীতে এক নারীর উপর অ্যাসিড হামলা চালানো হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। প্রিয় পাখি (৫৪) নামে ওই নারী যাত্রাবাড়ীতেই থাকেন। গতকাল রাতে একটি দাওয়াত খেয়ে বাসায় ফেরার পথে এ হামলা চালানো হয়ে বলে জানিয়েছেন তিনি। বর্তমানে তিনি ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিটে ভর্তি রয়েছেন।
জানা গেছে, প্রিয় পাখির স্বামীর নাম রুহুল আমিন। কয়েকদিন আগে তাদের ছেলে লন্ডন থেকে দেশে আসলে যাত্রাবাড়ী এলাকার সন্ত্রাসী হাবিব ও শাহ আলম তাদের কাছে ৫ লাখ টাকা চাঁদা দাবি করে। এ ব্যাপারে তারা থানায় একটি মামলা দায়ের করলে সন্ত্রাসীরা মামলা তুলে নেয়ার জন্য চাপ দিতে শুরু করে।
এরপর গতকাল রাতে দাওয়াত খেয়ে বাসায় ফেরার পথে প্রিয় পাখির বাসার সামনে ওত পেতে থাকা সন্ত্রাসীরা তাকে অ্যাসিড ছুড়ে মারেন। পরে স্থানীয়দের সহায়তায় রাত ১টার দিকে তাকে উদ্ধার করে ঢামেক হাসপাতালে বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউটিতে ভর্তি করা হয়।