১৩ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
শুক্রবার | বিকাল ৩:১৬
Search
Close this search box.
Search
Close this search box.
চরকেওয়ারে ককটেল হামলা, আহত ৫
খবরটি শেয়ার করুন:

মুন্সিগঞ্জ, ১২ এপ্রিল, ২০২১, সদর প্রতিনিধি (আমার বিক্রমপুর)

মুন্সিগঞ্জ সদর উপজেলার চরকেওয়ার ইউনিয়নে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ককটেল হামলার ঘটনা ঘটেছে। এতে ৫ জন আহত হয়েছেন।

আজ সোমবার (১২ এপ্রিল) দুপুরে সদর উপজেলার চরকেওয়ার ইউনিয়নের বাঘাইকান্দি গ্রামে এ ঘটনা ঘটে৷ এ ঘটনায় ৫ জন আহত হয়েছে। আহতদের স্থানীয়ভাবে চিকিৎসা দেয়া হচ্ছে বলে একটি সূত্র জানিয়েছে।

জানা গেছে, এলাকায় আধিপত্য বিস্তারের উদ্দেশ্যে ৫০ থেকে ৬০ জনের একটি সশস্ত্র দল দেশীয় অস্ত্রসহ ফুলতলা থেকে বাঘাইকান্দি গ্রামে হামলা চালায়। এসময় ২০ /২৫ টি ককটেল বিস্ফোরণ ঘটানো হয়।

মুন্সিগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু বকর সিদ্দিক জানান, আমরা খবর পেয়ে ঘটনাস্থলে যাই। কাউকে আটক করতে পারিনি। এখনো কোন পক্ষ অভিযোগ করেনি। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

error: দুঃখিত!