১৪ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
শনিবার | রাত ২:৫১
Search
Close this search box.
Search
Close this search box.
চট্টগ্রামে আইনজীবী নি.হ.তের ঘটনায় মুন্সিগঞ্জে আইনজীবী ফোরামের কর্মসূচি
খবরটি শেয়ার করুন:

মুন্সিগঞ্জ, ২৭ নভেম্বর ২০২৪, নিজস্ব প্রতিনিধি (আমার বিক্রমপুর)

চট্টগ্রামে সহকারী পাবলিক প্রসিকিউটর (এপিপি) সাইফুল ইসলাম হত্যার ঘটনার প্রতিবাদে মুন্সিগঞ্জে বিক্ষোভ সমাবেশ করেছে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম।

বুধবার দুপুর দেড়টার দিকে মুন্সিগঞ্জ জেলা ও দায়রা জজ কোর্ট প্রাঙ্গনে এই সমাবেশে অর্ধশত আইনজীবী অংশ নেন।

কর্মসূচিতে অংশ নেয়া আইনজীবীরা গৌড়ীয় বৈষ্ণব মতবাদের অনুসারী হিন্দু ধর্মীয় প্রতিষ্ঠান ‘আন্তর্জাতিক কৃষ্ণভাবনামৃত সংঘ (ইসকন)’ নিষিদ্ধের দাবি করে হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানান।

বিক্ষোভে অংশ নেন- জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) আইনজীবী মো. হালিম হোসেন, মুন্সিগঞ্জ জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভাপতি আইনজীবী তোতা মিয়া, সাধারণ সম্পাদক আইনজীবী জাহাঙ্গীর হোসেন ঢালী, সহ সভাপতি মারুফ আলমসহ জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের অন্যান্য সদস্যরা।

চট্টগ্রামে পুলিশ ও আইনজীবীদের সঙ্গে চিন্ময় কৃষ্ণের অনুসারীদের সংঘর্ষ চলাকালে গতকাল মঙ্গলবার সাইফুল ইসলামকে কুপিয়ে হত্যার অভিযোগ পাওয়া যায়। ঘটনার পর বিভিন্ন রাজনৈতিক দল ও সংগঠনের পক্ষ থেকে হত্যাকাণ্ডের বিচার দাবি করা হয়েছে। পাশাপাশি সবাইকে শান্ত ও সতর্ক থাকার আহ্বান জানানো হয়।

error: দুঃখিত!