ঘন কুয়াশার মধ্যে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে দুর্ঘটনায় আ.হ.ত ১০
মুন্সিগঞ্জ, ২৪ জানুয়ারি ২০২৫, নিজস্ব প্রতিনিধি (আমার বিক্রমপুর) ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়েতে ঘন কুয়াশায় পৃথক যানবাহনের মধ্যে ৩টি দুর্ঘটনায় আহত হয়েছেন অন্তত ১০ জন। ক্ষতিগ্রস্থ হয়েছে বাস-প্রাইভেটকার সহ ৮ টি যান। শুক্রবার ভোর রাতে এক্সপ্রেসওয়ের মুন্সিগঞ্জ অংশে ধলেশ্বরী টোল প্লাজা থেকে নিমতলা এলাকায় ঢাকা ও মাওয়ামুখী উভয় লেনে এসব দুর্ঘটনা ঘটে। পরে খবর পেয়ে আহতদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায় ফায়ার সার্ভিস। শ্রীনগর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার দেওয়ান আজাদ এসব তথ্য নিশ্চিত করে জানান, দুর্ঘটনাকবলিত সোহাগ পরিবহনের একটি বাসের যাত্রীদের অন্য বাসে উঠিয়ে গন্তব্যে পৌঁছানোর ব্যবস্থা করা হয়েছে। এছাড়া ৬-৭ জন আহতকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ...
13
মুন্সিগঞ্জ, ২৪ জানুয়ারি ২০২৫, নিজস্ব প্রতিনিধি (আমার বিক্রমপুর)
ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়েতে ঘন কুয়াশায় পৃথক যানবাহনের মধ্যে ৩টি দুর্ঘটনায় আহত হয়েছেন অন্তত ১০ জন। ক্ষতিগ্রস্থ হয়েছে বাস-প্রাইভেটকার সহ ৮ টি যান।
শুক্রবার ভোর রাতে এক্সপ্রেসওয়ের মুন্সিগঞ্জ অংশে ধলেশ্বরী টোল প্লাজা থেকে নিমতলা এলাকায় ঢাকা ও মাওয়ামুখী উভয় লেনে এসব দুর্ঘটনা ঘটে।
পরে খবর পেয়ে আহতদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায় ফায়ার সার্ভিস।
শ্রীনগর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার দেওয়ান আজাদ এসব তথ্য নিশ্চিত করে জানান, দুর্ঘটনাকবলিত সোহাগ পরিবহনের একটি বাসের যাত্রীদের অন্য বাসে উঠিয়ে গন্তব্যে পৌঁছানোর ব্যবস্থা করা হয়েছে। এছাড়া ৬-৭ জন আহতকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।


