১৭ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
শুক্রবার | রাত ৩:২৩
ঘন কুয়াশায় বঙ্গবন্ধু মহাসড়কে ৩ দুর্ঘটনা
খবরটি শেয়ার করুন:

মুন্সিগঞ্জ, ১৮ ডিসেম্বর, ২০২২, নিজস্ব প্রতিনিধি (আমার বিক্রমপুর)

ঘন কুয়াশার কারণে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মহাসড়ক বা ঢাকা–ভাঙ্গা এক্সপ্রেসওয়ের পৃথক তিন স্থানে সড়ক দুর্ঘটনা ঘটেছে।

আজ বোরবার ভোর ৬টা থেকে সকাল ৮টা পর্যন্ত এসব দুর্ঘটনা ঘটে। এর মধ্যে একটি দুর্ঘটনায় তিনজন গুরুতর আহত হয়েছেন বলে জানা গেছে। তবে তাদের নাম-পরিচয় জানা যায়নি।

জানা গেছে, মুন্সিগঞ্জ জেলার লৌহজং উপজেলার পদ্মা সেতু রেলস্টেশন এলাকায় একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে প্রাইভেটকারের পেছনে ধাক্কা দেয়। এতে প্রাইভেটকারটি দুমড়ে-মুচড়ে যায় এবং তিনজন গুরুতর আহত হন। তাদের উদ্ধার করে শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

এছাড়া ঘন কুয়াশায় কারণে শ্রীনগর উপজেলার সমাষপুর এলাকায় দুটি প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষ হয়। তবে কোনো ধরনের হতাহতের ঘটনা ঘটেনি বলে নিশ্চিত করেছেন শ্রীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম।

তিনি জানান, ঘন কুয়াশার কারণে এই দুর্ঘটনা ঘটে। তবে, এতে কেউ হতাহত হননি।

অন্যদিকে, জেলার সিরাজদিখান উপজেলার ধলেশ্বরী টোল প্লাজার সামনে একটি প্রাইভেটকারকে পেছন থেকে ধাক্কা দেয় ট্রাক। এতে গাড়ির ক্ষয়ক্ষতি হলেও কোনো হতাহত হয়নি বলে জানান হাষাড়া হাইওয়ে পুলিশ।

error: দুঃখিত!