মুন্সিগঞ্জ, ১১ জানুয়ারি, ২০২২, বিশেষ প্রতিনিধি (আমার বিক্রমপুর)
মুন্সিগঞ্জ-বাংলাদেশ ক্রিকেট বোর্ডের আয়োজনে ঢাকা বিভাগীয় দক্ষিণ অনূর্ধ্ব ১৪ ক্রিকেট টুর্নামেন্ট প্রতিযোগিতায় শক্তিশালী গোপালগঞ্জকে হারিয়ে ফাইনালে উঠেছে মুন্সিগঞ্জ জেলা।
গতকাল সোমবার (১০ জানুয়ারি) শরীয়তপুর জেলা স্টেডিয়ামে অনুষ্ঠিত ৫০ ওভারের টুর্নামেন্টে শক্তিশালী গোপালগঞ্জ জেলাকে চার উইকেটে পরাজিত করে মুন্সিগঞ্জ জেলা।
টুর্নামেন্টে ঢাকা জেলাসহ ঢাকার দক্ষিণের আটটি জেলা অংশগ্রহণ করে।
খেলায় গোপালগঞ্জ জেলা প্রথম ব্যাটিং করে ৩৭.২ ওভারে ১০উইকেট হারিয়ে ১০২ রান করে। জবাবে মুন্সিগঞ্জ জেলা ৩৭ ওভারে ৬ উইকেট হারিয়ে ১০২ রান করতে সক্ষম হয় । এর মধ্য দিয়ে মুন্সিগঞ্জ জেলা ৪ উইকেটে জয় লাভ করে।
আগামী ১২ই জানুয়ারি একই স্টেডিয়ামে ফাইনাল খেলায় মুন্সিগঞ্জ জেলা ফরিদপুর জেলার সাথে প্রতিযোগিতা করবে।