১১ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
মঙ্গলবার | রাত ৮:১৫
গোলাম কিবরিয়ার ফ্যাক্টরিতে অভিযান, ২ কোটি টাকার কারেন্ট জাল জব্দ
খবরটি শেয়ার করুন:

মুন্সিগঞ্জ, ৩ সেপ্টেম্বর, ২০২০, সদর প্রতিনিধি (আমার বিক্রমপুর)

মুন্সিগঞ্জ সদরে মুক্তারপুুর নৌ পুলিশের অভিযানে গোলাম কিবরিয়ার ফ্যাক্টরি থেকে ৪২ লক্ষ ৫০ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ করা হয়েছে।

এসব জালের আনুমানিক মূল্য ২ কোটি ১২ লক্ষ ৫০ হাজার টাকা।

মুক্তারপুর নৌ পুলিশ স্টেশনের ইনচার্জ মো. কবির হোসেন খানঁ জানান, বুধবার ভোর সাড়ে ৪ টা থেকে সকাল সাড়ে ১০ টা পর্যন্ত নিয়মিত অবৈধ কারেন্ট জাল বিরোধী অভিযানে পঞ্চসার ইউনিয়নের দুর্গাবাড়ী এলাকার গোলাম কিবরিয়ার আয়রন মিল থেকে কারেন্ট জাল আয়রন করা অবস্থায় এবং একই এলাকার সিরাজের কারখানা ও কবিরের কারখানায় অভিযান চালিয়ে মোট ৪৫ বস্তা ভর্তি কারেন্ট জাল ও ২৪ বস্তা ববিন জব্দ করা হয়।

এ বিষয়ে জড়িত থাকার অপরাধে তিনটি কারখানার মালিকের বিরুদ্ধে মৎস্য আইনে মুন্সিগঞ্জ থানায় পৃথক মামলা রুজু করা হয়েছে।

error: দুঃখিত!