মুন্সিগঞ্জ, ৭ এপ্রিল ২০২৫, নিজস্ব প্রতিনিধি (আমার বিক্রমপুর)
গাজায় ইসরায়েলি বাহিনীর চলমান বর্বর হামলা, শিশু ও নারীদের হত্যাযজ্ঞ এবং মানবিক অবকাঠামোর ওপর ধ্বংসযজ্ঞের প্রতিবাদে মুন্সিগঞ্জের শ্রীনগরের হাঁসাড়ায় আজ সোমবার বাদ আসর এক বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত হয়।
‘মজলুমের কণ্ঠস্বর ফাউন্ডেশন’-এর ব্যানারে আয়োজিত এই কর্মসূচি বাইতুন নূর জামে মসজিদ থেকে শুরু হয়ে হাঁসাড়া আদর্শ মার্কেট প্রাঙ্গণে গিয়ে শেষ হয়।
মিছিল ও মানববন্ধনে ‘গাজা তুমি একা নও’, ‘ইসরায়েলের বর্বরতা বন্ধ করো’, ‘ফ্রি প্যালেস্টাইন’সহ বিভিন্ন প্রতিবাদী স্লোগানে মুখর হয়ে ওঠে পুরো এলাকা। স্থানীয় জনগণ, বিভিন্ন মসজিদের ইমাম, হাফেজ, মাদ্রাসার ছাত্র এবং যুব সমাজ এতে অংশগ্রহণ করে।
কর্মসূচির শুরুতে বক্তব্য রাখেন, হাঁসাড়া কালী কিশোর স্কুল অ্যান্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. রেজাউল হক। তিনি বলেন, ‘গাজায় এখন রক্ত ও বারুদের গন্ধ। সেখানে নারী ও শিশুরা চরম মানবিক বিপর্যয়ের শিকার। এই পরিস্থিতিতে নীরবতা অপরাধের নামান্তর।’
মানববন্ধনে আরও বক্তব্য রাখেন, সহকারি অধ্যক্ষ আব্দুল বারেক, সহকারি শিক্ষক মোহাম্মদ ওয়াসিম, সমাজসেবক আব্দুল রহিম শেখ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি আব্দুল হাই, জহিরুল ইসলাম আজাদী হুজুর, তরুণ প্রতিনিধি মো. মাছুম হোসেন, আলেমা প্রতিনিধি মোহাম্মদ নাহিদ হোসেন এবং ফাউন্ডেশনের আমীর আব্দুল্লাহ আল রাসেল খান।
বক্তারা বলেন, ‘গাজায় এই মুহূর্তে যা ঘটছে তা ইতিহাসের এক জঘন্যতম মানবাধিকার লঙ্ঘন। মুসলিম বিশ্ব ও আন্তর্জাতিক মহলের নিরবতা এই জুলুমকে আরও উসকে দিচ্ছে।’
তারা গাজা ও ফিলিস্তিনের স্বাধীনতা এবং নিরাপত্তার পক্ষে সোচ্চার ভূমিকা রাখতে বিশ্ব সম্প্রদায়ের প্রতি আহবান জানান।
কর্মসূচির শেষ পর্যায়ে আলহাজ্ব হাফেজ মাওলানা মোহাম্মদ নূরুল্লাহ এক হৃদয়বিদারক দোয়া ও মোনাজাত পরিচালনা করেন। তিনি গাজার শহীদদের জান্নাত, আহতদের শেফা এবং মুসলিম উম্মাহর ঐক্য ও জাগরণ কামনায় প্রার্থনা করেন। পরে ফাউন্ডেশনের বর্তমান আমীর আব্দুল্লাহ আল রাসেল খান ধন্যবাদ জ্ঞাপনের মাধ্যমে বিক্ষোভ ও মানববন্ধনের আনুষ্ঠানিক সমাপ্তি ঘোষণা করেন।