মুন্সিগঞ্জ, ১৩ জানুয়ারি, ২০২০, গজারিয়া প্রতিনিধি (আমার বিক্রমপুর)
মুন্সিগঞ্জের গজারিয়ার ভবেরচর বসস্ট্যান্ডের কাছে প্রিন্স (২০) নামের যুবককে পিটিয়ে গুরুতর আহত করার অভিযোগ পাওয়া গেছে। গত ১১ জানুয়ারী শনিবার বিকাল ৬টার দিকে এ ঘটনা ঘটে।
এ বিষয়ে গজারিয়া থানায় ৬জনের নাম উল্লেখ করে ১৫/২০জনকে অজ্ঞাত নামা আসামী করে একটি অভিযোগ দায়ের করেছে প্রিন্সের মা কহিনুর আক্তার।
আহত প্রিন্সের মা কহিনুর আক্তার জানান, ১১ জানুয়ারী শনিবার বিকালে তার ছেলে মো: প্রিন্স (২০) ভবেরচর কলেজ মাঠে খেলা করে নিজ বাড়িতে ফেরার পথে গজারিয়া থানাধীন ভবেরচর বাস স্ট্যান্ডে মোহাম্মদ আলী প্রধান প্লাজার সামনের রাস্তায় পৌছা মাত্রই পূর্ব শত্রুতার জের ধরিয়া বিবাদী জিসান (২০) পিতা বিল্লা, রিপন (২০) পিতা রেখা, মারুফ (১৯) পিতা তোতা, আছিব (২১) পিতা অজ্ঞাত, রমজান (২৩) পিতা অজ্ঞাত, শরিফ (২৫) পিতা অজ্ঞাত সর্ব সাং পুরান বাউশিয়া সিকদার বাড়ী থানা গজারিয়া জেলা মুন্সিগঞ্জ সহ আরোও অজ্ঞাত নামা ১৫/২০ জন হাতে কাঠের ডাসা, বাশের লাঠি, লোহার রড নিয়া আমার ছেলের উপর অতর্কিতভাবে হামলা চালায়।
হামলায় প্রিন্স শরীরের বিভিন্ন স্থানে নীলাফুলা জখম করে, বাম চোখে ঘুষি মারিয়া রক্ত জমাট বাধা গুরতর জখম করে।
তিনি আরও জনান, আমার ছেলের ডাক চিৎকারে আশপাশের লোকজন আগাইয়া আসিলে বিবাদীগণ বিভিন্ন প্রকার ভয় ভীতি ও প্রাণ নাশের হুমকি প্রদান করিয়া চলে যায়। আশপাাশের লোকজন আমার ছেলেকে চিকিৎসার জন্য ভবেরচর হাসপাতালে ভর্তি করে। সে বর্তমানে উক্ত হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।