৭ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
শুক্রবার | রাত ১:৫৫
গজারিয়ায় পূর্ব শত্রুতার জের ধরে দফায় দফায় সংঘর্ষ
খবরটি শেয়ার করুন:

মুন্সিগঞ্জ, ১৯ মে, ২০২১, গজারিয়া প্রতিনিধি (আমার বিক্রমপুর)

পূর্ব শত্রুতার জের ধরে মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলার টেংগারচর ইউনিয়নের বড় ভাটেরচর গ্রামে গত সোমবার (১৭ মে) রাতভর দফায় দফায় সংঘর্ষের ঘটনায় মসজিদসহ চারটি বাড়িঘরে ভাঙচুরের ঘটনা ঘটেছে। সংঘর্ষের ঘটনায় উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে।

সরেজমিনে গতকাল মঙ্গলবার (১৮ মে) সকালে ঘটনাস্থলে গিয়ে প্রত্যক্ষদর্শী ও আহত কয়েকজনের সাথে কথা বলে জানা যায়, বড় ভাটেরচর গ্রামের সোহরাব হোসেন গ্রুপের সাথে আবিল হোসেন গ্রুপের বিভিন্ন বিষয় নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল।

দু’টি গ্রুপের মধ্যে হত্যা মামলাসহ একাধিক মামলা রয়েছে। এরই মধ্যে গতকাল আবিল হোসেন সমর্থক জামাল হোসেনের উপর সোহরাব সমর্থকদের হামলার ঘটনাকে কেন্দ্র করে উভয় পক্ষের লোকজন সংঘর্ষে জড়ায়। গতকাল রাতভর থেমে থেমে কয়েক দফা সংঘর্ষ চলে।

এ সময় বাইতুল আমির জামে মসজিদ, সোহরাব হোসেন ও আবুল হোসেনের সতঘর ভাঙচুর চালানো হয়। উভয় পক্ষের সংঘর্ষের ঘটনায় পুরো গ্রাম রণক্ষেত্রে পরিণত হয়। এ সময় হামলা পাল্টা হামলার ঘটনায় উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হয়।

আহতদের মধ্যে আক্তার হোসেন (৫০) সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং জামাল হোসেন (২৮), মিজানুর রহমান (৫৫),মাহমুদা (৪৪),শেখ মাসুদ (৩৫), সুলতান (৩০) গজারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। বাকিরা প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ী চলে গেছে।

এ বিষয়ে গজারিয়া থানার ওসি রইছ উদ্দিন জানান, ঘটনার পর তাৎক্ষণিকভাবে পুলিশ পাঠানো হয়েছিল, কোন পক্ষই লিখিত অভিযোগ করেনি। পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

error: দুঃখিত!